জুতো খুলে নত মস্তকে মা দুর্গাকে প্রণাম ক্যাটরিনার, বাঙালিয়ানায় নজর কাড়লেন ভিকি-ঘরণী

কলকাতা: মুম্বইয়ে দুর্গা পুজোর কথা হলেই সবার আগে উঠে আসে মুখোপাধ্যায় বাড়ির কথা৷ ফি বছর রানি, কাজলদের বাড়ির পুজোয় বসে চাঁদের হাঁট৷ উত্তর বোম্বে দুর্গা পুজোয় অংশ নেন বলিউডের সেলিব্রিটিরা। এই বছর নবমীতেও দেখা গেল সেই ছবি৷ তবে এবার বেশ অন্যরূপেই দেখা গেল বলিউডের চিকনি চামেলি ক্যাটরিনা কাইফকে৷ শাড়িতে বাঙালিয়ানার ছোঁয়ায় মুখোপাধ্যায় বাড়ির পুজোয় অংশ নিলেন তিনি। এদিন একটি উজ্জ্বল হলুদ রঙের শাড়ি পরে মণ্ডপে আসেন ক্যাট। তিনি যখন প্রতিমা দর্শনের জন্য প্যান্ডেলের ভিতর প্রবেশ করছেন, তখন সেখানে উপস্থিত ছিলেন অভিনেত্রী রানি মুখোপাধ্যায়ও৷ পাপারাৎজিদের ক্যামেরায় ধরা পরেন দুই অভিনেত্রী৷
ইনস্টাগ্রামে শেয়ার করা একটি ভিডিয়োতে দেখা যায়, মুখোপাধ্যায় বাড়ির পুজোয় সামিল হয়েছেন ক্যাটরিনা৷ হলুদ রঙা শাড়িতে ভীষণই উজ্জ্বল দেখাচ্ছিল তাঁকে। শাড়ির সঙ্গে ম্যাচিং হলুদ ব্লাউজ ও হালকা মেকআপ৷ সঙ্গে খোলা চুল। সবমিলিয়ে অন্যরকম দেখাচ্ছিল তাঁকে। এরপর দেবীমূর্তির সামনে রানির পাশে দাঁড়িয়ে পাপারাৎজিদের জন্য পোজও দেন। প্যান্ডেলের ভিতরে উপস্থিত ভক্তদের দিকে তাকিয়ে হাতও নাড়েন৷ এদিন রানি নীল ব্লাউজের সঙ্গে মানানসই ক্রিম রঙের শাড়ি পরেছিলেন। এদিন খালি পায়ে মাথা নীতু করে দেবীকে প্রণাম করেন ক্যাটরিনা৷ যে সকলের নজর কাড়ে৷ প্রশংসার ভরান নেটিজেনরা৷