Aajbikel

মধুচন্দ্রিমা থেকে ফিরেই হেঁশেলে ক্যাটরিনা! কী বানালেন ‘পঞ্জাবী বৌমা’?

 | 
ক্যাটরিনা

মুম্বই: রাজস্থানের রাজপ্রাসাদে রাজকীয় বিয়ে মিটেছে সদ্য৷ বিয়ের গন্ধ গায়ে মেখে মধুচন্দ্রিমা থেকে সদ্যই শহরে ফিরেছেন৷ আর শ্বশুর বাড়িতে ফিরেই হেঁশেলে ঢুকে পড়েছেন পঞ্জাবী বৌমা ক্যাটরিনা কইফ৷ পঞ্জাবী রীতি মেনে রেঁধে ফেললেন সুজির হালুয়া৷ সেই ছবি নিজের ইনস্টা স্টোরিতে শেয়ারও করলেন নায়িকা৷ সেই সঙ্গে লিখলেন ‘আমি তৈরি করেছি’৷ 

আরও পড়ুন- বড় পর্দায় নিজেকে মেলে ধরতে চান হরনাজ

ক্যাটরিনা


পঞ্জাবী পরিবারে বিয়ে হয়েছে ক্যাটরিনার৷ তাই বাড়ির বউ মা যাতে যাবতীয় পঞ্জাবী রীতিনীতি শিখে নিতে পারেন, সে দিকে বিশেষ নজর রাখছেন ভিকির মা বাণী কৌশল৷ নিজের হাতেই বৌমাকে শিখিয়ে পড়িয়ে নিতে চাইছেন তিনি৷ এদিকে ক্যাটরিনার মা হলেন ব্রিটিশ৷ বাবা কাশ্মিরী হলেও তিনি প্রথমে ব্রিটেন ও পরে অমেরিকায় বাসিন্দা৷ তাঁর বাবা-মায়ের বিচ্ছেদের পর নানা দেশ ঘুরেছেন ক্যাট৷ অবশেষে স্থায়ী হন ভারতে৷ তাঁর সৌন্দর্যে ফিদা অগণিত ভক্ত৷ কেরিয়ারের শুরুতেই একের পর এক বড় ছবির অফার পান তিনি৷ কিন্তু সমালোচিত হন হিন্দি উচ্চারণের জন্য৷ এখনও যে নির্ভুল হিন্দি বলেন তা নয়৷ তবে তিনিই বিয়েতে ঝরঝরে পঞ্জাবী বলে সকলকে চমকে দিয়েছিলেন তিনি৷ সে কথা জানিয়েছেন খোদ ভিকির বোন উপাসনা বোহরা৷ 

suji


পঞ্জাবীতে কথা বলে শ্বশুরবাড়ির মনে আগেই জিতে নিয়েছিলেন সুন্দরী৷ এবার সুজির হালুয়া বানিয়ে সকলকে যে আরও কাছে টেনে নিলেন ক্যাটরিনা, তা বলাই বাহুল্য৷ প্রসঙ্গত, রাজস্থানের সিক্স সেন্স ফোর্ট বারওয়ারায় বসেছিল ভিক্যাট-এর বিয়ের আসর৷ অত্যন্ত গোপনীয়তায় বিয়ে সারলেও মুম্বই ফেরার পর নিজেদের আড়াল করেননি নব দম্পতি৷ দু’জনের চোখেই ধরে পড়েছে খুশির ঝলক৷ 

Around The Web

Trending News

You May like