Aajbikel

আলিয়ার পর মা হচ্ছেন ভিকি-ঘরণী? অন্তঃসত্ত্বা ক্যাটরিনা? শোরগোল নেটপাড়ায়

 | 
ভিকি ক্যাটরিনা

মুম্বই: গত এপ্রিলেই রণবীর কাপুরের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন আলিয়া ভাট৷ জুন মাসেই আসে খুশির খবর৷  বিয়ের আড়াই মাসের মধ্যে প্রেগন্যান্সির খবর দিয়ে সকলকে রীতিমতো চমকে দেন ‘গাঙ্গুবাই’৷ আলিয়ার মা হওয়ার খবরে উচ্ছ্বসিত ‘রণলিয়া’র ভক্তরা৷ এখন শুধুই তাঁর মা হওয়ায় অপেক্ষা৷ তবে বিয়ের কয়েকমাসের মধ্যেই বলি ডিভার মা হওয়ার খবরে হৈ চৈ পড়ে গিয়েছে টিনসেল টাউনে। জানা গিয়েছে, এখন আর নতুন করে কোনও ছবির কাজও নিচ্ছেন না অভিনেত্রী৷ আলিয়ার মা হওয়ার খবরে যখন টিনলেস টাউনে শোরগোল, তখন জোর চর্চা শুরু ক্যাটরিনার মা হওয়া নিয়ে৷  

আরও পড়ুন-   ব্রা-এর বদলে বেদানা দিয়ে স্তন ঢাকলেন এশা! বিকিনি লুকে ফের ঝড় তুললেন অভিনেত্রী! 

বলিউডে ফের খুশির বার্তা দিয়ে মা হতে চলেছেন ক্যাটরিনা কাইফ! গত কয়েকমাস ধরেই এই গুঞ্জন শোনা যাচ্ছে টিনসেল টাউন। ভিকি ঘরণী নাকি অন্তঃসত্ত্বা! সেই খবরই ঘোরাফেরা করছে নেটপাড়ায়। ২০২১-এর শেষে  রাজস্থানের প্যালেসে রাজকীয় বিয়ে সারেন  ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। তারপর থেকেই  ক্যাটের প্রেগন্যান্সি নিয়ে কানাঘুষো চলছেই৷ তবে এবার বেশ কয়েকটি কারণে জোরাল হয়েছে এই চর্চা৷

ক্যাটরিনা


প্রথমত, বেশ কয়েকদিন ধরেই দেখা মিলছে না অভিনেত্রীর। করণ জোহরের জন্মদিনে চাঁদের হাট বসলেও, তাতে দেখা যায়নি অভিনেত্রীকে। এর পর থেকেই আরও বেশি করে সন্দেহ দানা বাঁধতে শুরু করে। ক্যাটরিনা নাকি নিজের ছবি 'মেরি ক্রিসমাস'-এর  পরবর্তী সব শুটিংও পিছিয়ে দিয়েছেন৷ যা তাঁর মা হওয়ার জল্পনা আরও জোরদার করেছে। 


জানা গিয়েছে, ২০২২ সালের যাবতীয় কাজ ২০২৩ সালে পিছিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। ক্যাটের কাজের এই পরিবর্তন কি মা হওয়ার জন্যে? প্রশ্ন উঠতে শুরু করেছে। সিনে অনুরাগীরা মনে করছেন নিজের জন্মদিনেই প্রেগন্যান্সির সুখবর দেবেন ক্যাটরিনা। তবে ক্যাটের মা হওয়ার এই খবর সত্যি না গুঞ্জন, তা অবশ্য সময়ই বলবে৷ 

Around The Web

Trending News

You May like