বছর শেষেই ছাদনাতলায় ভিকি-ক্যাটরিনা! সব্যসাচীর পোশাকে সাজবেন কনে

বছর শেষেই ছাদনাতলায় ভিকি-ক্যাটরিনা! সব্যসাচীর পোশাকে সাজবেন কনে

মুম্বই: বলিপাড়ায় কান পাতলেই শোনা যায় ভিকি কৌশল আর ক্যাটরিনা কাইফের প্রেমের গুঞ্জন৷ ইতিমধ্যেই নাকি গোপনে বাগদান সেরে ফেলেছে এই লাভ বার্ডস৷ যদিও এই খবরকে গুজব বলেই উড়িয়ে দিয়েছেন ভিকি৷ কিন্তু এবার শোনা গেল আগামী নভেম্বর বা ডিসেম্বর মাসে গাঁটছড়া বাঁধতে চলেছেন ক্যাটরিনা ও ভিকি৷ জোড় কদমে চলছে তোড়জোড়৷ সর্বভারতীয় সংবাদমাধ্যমের এই খবরে তোলপাড় বলিউড৷ 

আরও পড়ুন- আরিয়ান মামলায় ফাঁসানো হচ্ছে, নিশানা করা হচ্ছে পরিবার-মৃত মাকে, দাবি সমীরের

ভিকি

জানা গিয়েছে বিয়েতে বাঙালি ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের পোশাকে সাজবেন ক্যাটরিনা৷  বিয়েতে সিল্কের লেহঙ্গা পড়বেন চিকনি-চামেলি গার্ল৷ তবে রং এখনও ঠিক হয়নি৷ সে সব নিয়ে কাজ চলছে৷ 

২০১৯ সাল থেকেই ক্যাটরিনার সঙ্গে রিলেশনশিপে রয়েছেন ভিকি কৌশল। তবে নিজেদের সম্পর্ক নিয়ে উভয়ের মুখেই কুলুপ৷ যদিও নানা শো’তে বা বিভিন্ন জায়গায় তাঁদের একসঙ্গে দেখা গিয়েছে৷ তাঁদের নিয়ে খুনসুঁটিও হয়েছে৷ এমনকি  বছর পড়তেই আলিবাগে বেড়াতে গিয়েছিলেন যুগলে। কিন্তু একসঙ্গে ছবি দিতে নারাজ দু’জনেই৷ 

ভিকি

ভিকির সঙ্গে সম্পর্কের আগে রণবীর কাপুরের সঙ্গে সম্পর্কে ছিলেন ক্যাটরিনা৷ রণবীরের সঙ্গে বিদেশে সময়ও কাটিয়েছেন তিনি৷ হাতেহাত রেখে তাঁদের ঘুরতে দেখা গিয়েছিল বিভিন্ন জায়গায়৷ কিন্তু শেষ পর্যন্ত তাঁদের সম্পর্ক টেকেনি৷ শোনা যায় রণবীরের সঙ্গে ক্যাটরিনার বিয়েতে আপত্তি ছিল রণবীরের মা নিতু কাপুরের৷ তাঁদের সম্পর্কের পক্ষে দরবার করেছিলেন ক্যাটরিনার মাও৷ কিন্তু তাতেও বরফ গলেনি৷ এর পরেই তাঁদের ব্রেকআপ হয়ে যায়৷  আপাতত আলিয়ার সঙ্গে সম্পর্কে রয়েছেন রণবীর৷ শীঘ্রই হয়তো সাত পাকে বাঁধা পড়বেন তাঁরা৷ অন্যদিকে, ভিকির হাত ধরে নতুন জীবন শুরু করতে চলেছেন ক্যাটরিনা৷ এমনটাই খবর৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × four =