ফের সুখবর বলিউডে, এবার বাবা হতে চলেছেন করণবীর

মুম্বই: ফের বলিউডে সুখবর। বাবা হতে চলেছেন অভিনেতা করণবীর ভোরা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এই খবর জানিয়েছেন তিনি। করণের এর আগে যমজ সন্তান ছিল। এবার তৃতীয়বারের জন্য বাবা হতে চলেছেন তিনি। স্ত্রী টি জে সিধুর সঙ্গে ছবি শেয়ার করে করণবীর জানান, আবার তাঁরা বাবা-মা হতে চলেছেন। নিজের ইনস্টাগ্রামেই সেই ছবি শেয়ার করেন করণবীর ভোরা।

মুম্বই: ফের বলিউডে সুখবর। বাবা হতে চলেছেন অভিনেতা করণবীর ভোরা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এই খবর জানিয়েছেন তিনি। করণের এর আগে যমজ সন্তান ছিল। এবার তৃতীয়বারের জন্য বাবা হতে চলেছেন তিনি। স্ত্রী টি জে সিধুর সঙ্গে ছবি শেয়ার করে করণবীর জানান, আবার তাঁরা বাবা-মা হতে চলেছেন। নিজের ইনস্টাগ্রামেই সেই ছবি শেয়ার করেন করণবীর ভোরা।

Children enter the world through us, but the plan is in God's hands. He is the great creator, the one who crafts every little detail. We are the vessels, waiting to receive his blessings. Thank you to our Divine for this surprise! We are beyond grateful He chose us to become parents again. Best birthday gift ever. ❤️🙏 Thank you @anish_sonakshi.photography

A post shared by Karanvir Bohra (@karanvirbohra) on Aug 28, 2020 at 1:09am PDT

দিন দুই আগে অভিনেত্রী অনুষ্কা শর্মার অন্তঃসত্ত্বা হওয়ার খবর সামনে আসে। সোশ্যাল মিডিয়ায় এই খবর জানান অভিনেত্রী নিজে। বৃহস্পতিবার তিনি ইনস্টাগ্রাম ও ট্যুইটারে পোস্ট করেন, “আমরা শীঘ্রই তিন হতে চলেছি।” বিরাটও একই কথা লেখেন তাঁর সোশ্যাল অ্যাকাউন্টগুলিতে। তাঁদের সংসারে নতুন সদস্য আসবে পরের বছর জানুয়ারিতে। ছবিতে অনুষ্কার পরনে ছিল কালোর ওপর সাদা ববি প্রিন্টের পোশাক। তাঁর পিছনে ধূসর টি-শার্টে ছিলেন বিরাট কোহলি। ছবিতে অনুষ্কার বেবি বাম্প স্পষ্ট।

তার আগে সইফ আলি খান জানিয়েছিলেন তিনি চতুর্থবারের জন্য বাবা হতে চলেছেন। ঘরে আসতে চলেছে এক নতুন অতিথি। তৈমুর দাদা হতে চলেছে। সইফ-করিনা নিজেরাই স্পষ্ট জানিয়েছিলেন, ‘‘এবার বড় দাদা হতে চলেছে তৈমুর৷ আমাদের সংসারে নতুন সদস্য আসছে৷ সবার শুভেচ্ছা চাই৷’’ ওমকারা, তাসান, এজেন্ট বিনোদ এবং কুরবান ছবিতে একসঙ্গে দেখা গিয়েছে সইফ-করিনাকে৷ ২০১২ সালে বিয়ে করেন এই সেলেব কাপল৷ ২০১৬ সালের ডিসেম্বরে তাঁদের কোলে আসে প্রথম সন্তান তৈমুর৷ সইফ-করিনা এই খুশির খবর জানানোর কয়েক মিনিট আগেই সোশ্যাল মিডিয়ায় তাঁদের শুভেচ্ছা জানান সোহা আলি খান৷ দাদা সইফ আলি খানের একটি ছবিও পোস্ট করেন তিনি৷ ছবিটার ক্যাপশন দেন ‘দা কোয়াডফাদার’৷ সোহা তাঁর পোস্টে লেখেন, ‘‘করিনা কাপুরকে শুভেচ্ছা৷ সুস্থ থাকো, ভালো থাকে৷ দা উজ্জ্বল থেকো৷’’ এছাড়া অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন তিনি ও গর্ভবতী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × five =