মুম্বই: টেলিভিশনের জনপ্রিয় রিয়্যালিটি শো বিগ বস ১৫ শেষ হয়েছে চলতি বছর ৩০ জানুয়ারি৷ ৩-৪ মাসের হাড্ডাহাড্ডি লড়াই চালিয়ে জয়েয় মুকুট ছিনিয়ে নেন তেজস্বী প্রকাশ৷ শো জেতার পর থেকেই তাঁকে নিয়ে উন্মাদনার অন্ত নেই ভক্তমহলে৷ সর্বদাই কাপল গোল দিচ্ছেন তেজস্বী এবং তাঁর প্রেমিক করণ কুন্দ্রা৷ সম্প্রতি জুটি বেঁধে তাঁরা হাজির হয়েছিলেন কঙ্গনা রানাউতের রিয়্যালিটি শো ‘লক আপ’-এর গ্র্যান্ড ফিনালেতে৷ সেখানেই নিজেদের বেডরুম সিক্রেট ফাঁস করে দিলেন করণ৷ উদ্দাম সঙ্গমের সময় বিছানায় কোন পজিশনে থাকতে ভালোবাসেন তেজস্বী? কেমন সেক্স লাইফ পছন্দ তাঁর? সবটাই খোলসা করলেন করণ৷
আরও পড়ুন- বাবার সামনে বিকিনি পরে কেক কাটলেন ইরা! ছিঃ ছিঃ রব নেটপাড়ায়
ওটিটি প্ল্যাটফর্মে যে সকল শো রমরমিয়ে চলছে, তার থেকে অনেকটাই আলাদা কঙ্গনার ‘লক আপ’। যেখানে প্রতিনিয়ত চলেছে কারাগারের ভিতরে টিকে থাকার লড়াই। আর এলিমেশন থেকে বাঁচতে নিয়ম মেনে একের পর এক বিস্ফোরক সিক্রেট ফাঁস করেছেন প্রতিযোগীরা৷ এমনকী শো-এর সঞ্চালক কঙ্গনা নিজেও তাঁর ব্যক্তিগত বিষয় নিয়ে মুখ খুলেছেন এই শোয়ে। রবিবার কঙ্গনার ‘লক আপ’-এ বিজয়ী হন কমেডিয়ান মুনাওয়ার ফারুকি। পুরস্কার হিসাবে জিতে নেন ২০ লক্ষ টাকার পুরস্কার।
বলিউডের কন্ট্রোভার্সি কুইন কঙ্গনা রানাউতের রিয়্যালিটি শো ‘লক আপ’-এর গ্র্যান্ড ফিনালেতে এসে বোমা ফাটান করণ কুন্দ্রাও। ফাঁস করেন তেজস্বীর সঙ্গে নিজের বেডরুম সিক্রেট৷ তিনি জানান, যৌনমিলনের চরম মুহূর্তে বিছানায় তেজস্বী নাকি সবসময় উপরে থাকতেই পছন্দ করেন। অর্থাৎ মিশনারি নয়, অন টপই তাঁর পছন্দের পজিশন৷ সেটা করণের কথায় একেবারে স্পষ্ট৷ তেজস্বী-কুণালের বেডরুম সিক্রেট ফাঁস হতেই জোর চর্চা শুরু হয়েছে অন্তর্জালে৷
এদিন কঙ্গনার দুষ্টু প্রশ্নের মুখে পড়েছিলেন এই তারকা জুটি৷ করণ ও তেজস্বীর কাছে কঙ্গনা জানতে চান, কে বেশি ভাল চুমু খেতে পারেন? তার উত্তরে তেজস্বী জানান, দু’জনেই৷ তবে প্রথমবারের চুমুতে তিনিই সেরা ছিলেন, তে সে কথাও জানান বিগ বসের বিজেতা।
তবে এখানেই রেহাই পাননি তাঁরা৷ এর পর কঙ্গনা জিজ্ঞেস করেন, বিছানায় কে উপরে থাকতে ভালবাসেন? প্রশ্ন শুনেই করণের সপাটে জবাব, ‘তেজস্বী সব কিছুতেই উপরে থাকতে ভালবাসে।’ সবার সামনে করণের এই জবাবে তখন লজ্জায় লাল নাগিন অভিনেত্রী। আর জবাব শুনে তখন হা দর্শকবৃন্দ৷ ‘লক আপ’ গ্র্যান্ড ফাইনালে করণ ছিলেন জেলারের ভূমিকায়। আর তেজস্বী খেলেন ‘কুইন কার্ড’।
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>