সুশান্তের মৃত্যুর তদন্তে করণ জোহরের ম্যানেজারকে তলব, ডাক পাবেন মহেশ ভাটও

 

পরিচালক করণ জোহরকে জিজ্ঞাসাবাদের  বিষয়ে জানতে চাওয়া হলে অনিল দেশমুখ বলেন, “করণ জোহরের ম্যানেজারকে তলব করা হয়েছে, প্রয়োজন হলে আমরা করণ জোহরকেও তলব করব।”

মুম্বই: অভিনেতা সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার   ঘটনার তদন্তে অবশেষে যু্ক্ত হল করণ জোহর ও মহেশ ভাটের নাম। করন জোহরের ম্যানেজারকে তলব করা হয়েছে। এরপর আগামী সপ্তাহে চলচ্চিত্র নির্মাতা মহেশ ভাটকেও মুম্বাই পুলিশ ডেকে পাঠাবে বলে নিশ্চিত করলেন মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ।

রিপোর্ট অনুযায়ী এক বিবৃতিতে দেশমুখ বলেন, “দু-এক দিনের মধ্যেই মহেশ ভট্টের বক্তব্য নেওয়া হবে। তারপরে সিআরপিসির অধীনে কঙ্গনা রানাউতকেও তলব করা হয়েছে। তদন্তের স্বার্থে যাকে প্রয়োজন হবে তাকেই আমরা তলব করব।” পরিচালক করণ জোহরকে জিজ্ঞাসাবাদের   বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, “করণ জোহরের ম্যানেজারকে তলব করা হয়েছে, প্রয়োজন হলে আমরা করণ জোহরকেও তলব করব।”

বিষয়টি তিনি আরও স্পষ্ট করে দিয়ে বলেন যে পুলিশ ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে তদন্ত চালিয়ে যাচ্ছে। “এমন কোনও গোষ্ঠী রয়েছে যারা বাইরের লোকদের বলিউডে আসতে বাধা দেয়? আমরা এই ব্যবসায়ীক দিকটি অনুসন্ধান করব। রিপোর্ট অনুসারে, প্রায় ৩৯ জনকে ইতিমধ্যে এ পর্যন্ত পুলিশ জিজ্ঞাসাবাদ করেছে। এর মধ্যে রয়েছেন চলচ্চিত্র সমালোচক রাজীব মাসান্দ, পরিচালক-প্রযোজক সঞ্জয় লীলা বনশালী, এবং চিত্রনির্মাতা আদিত্য চোপড়া, পাশাপাশি সুশান্তের পরিবার, বন্ধু এবং পরিচিতিদেরও এই তালিকায় রাখা হয়েছে।

কঙ্গনা রানাউতের একটি জোরদার অভিযোগের পরেই এই সমন পাঠানো হল। তাঁর অভিযোগ ছিল যে বলিউডের চলচ্চিত্র পরিবারের  নির্দিষ্ট কয়েকজন  সদস্য এই অভিনেতাকে 'পরিকল্পিতভাবে বয়কট' করার জন্য দায়ী। এদিকে করন জোহরের ম্যানেজার ও মহেশ ভাটকে সমন পাঠানোর খবরে প্রতিক্রিয়া ব্যক্ত করে, কঙ্গনার টুইটার হ্যান্ডেল, টিম কঙ্গনা রানাউত-এ পুলিশের উদ্দেশে লেখা হয় “সুতরাং করণ জোহরের ম্যানেজারকে তলব করা হয়েছে, তবে আদিত্য ঠাকরের প্রিয় বন্ধু  করণজোহর নয়! এসএসআর হত্যার তদন্ত নিয়ে মজা করা বন্ধ করুক পুলিশ। “

এও দাবি করা হয়েছে যে পুলিশ 'প্রকাশ্যে নির্লজ্জভাবে স্বজনপ্রীতিবাদ' প্রদর্শন করছে।  অন্য একটি টুইটে লেখা হয়েছে, “মুম্বাইপুলিশ কীভাবে সমন জারির মধ্যেও নির্লজ্জ স্বজনপ্রীতি প্রদর্শন করতে পারে? কঙ্গনাকে তার ম্যানেজার নয়, মুখ্যমন্ত্রীর ছেলের প্রিয় বন্ধুর ম্যানেজারকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে, কেন? সাহব কো পরেশনি না হো ইস্যলিয়ে? “

প্রসঙ্গত, রাজপুতের মৃত্যুর পরে কঙ্গনা তাঁকে উল্লেখ করে জোর গলায় দু'মিনিটের একটি ভিডিও প্রকাশ করেন যেখানে তারকার প্রতিভাকে অবজ্ঞা করার জন্য ফিল্ম ইন্ডাস্ট্রির কয়েকটি বিভাগকে অভিযুক্ত করেছিলেন। সেখানে তিনি আরও দাবি করেন যে অভিনেতার সর্বশেষ কয়েকটি স্যোশাল মিডিয়া পোস্ট এটাই স্পষ্ট করে দিয়েছিল যে তিনি ইন্ডাস্ট্রিতে টিকে থাকার জন্য লড়াই করে যাচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *