মুম্বই: জনসংখ্যা নিয়ন্ত্রণ নিয়ে অভিনেত্রী কঙ্গনা রানাউতের ট্যুইট ঘিরে উত্তাল হয়েছে নেট দুনিয়া। কয়েকদিন আগেই দেশে বাড়তে থাকা জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য আইন আনার দাবিতে সরব হন কঙ্গনা। ট্যুইট করে বলেন, “তৃতীয় সন্তান হলেই জরিমানা বা হাজতবাসের মতো শাস্তি হওয়া দরকার।” কঙ্গনার ট্যুইটের জবাবে পাল্টা ট্যুইট করেন কমেডিয়ান সালোনি গউর। তিনি কঙ্গনার ভাই অক্ষত রানাউত ও বোন রঙ্গোলি চান্ডেলের ছবি একসঙ্গে পোস্ট করে অভিনেত্রীকে আক্রমণ করেন। সম্প্রতি এই দুই শিল্পীর ট্যুইট যুদ্ধ ঘিরে তোলপাড় হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া।
কয়েকদিন আগেই দেশের জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য আইন আনার অনুরোধ করেন কঙ্গনা। তার ট্যুইট দেখে স্পষ্ট বোঝা যায় তিনি পরিবারের তৃতীয় সন্তানের বিপক্ষে। ট্যুইটে তিনি লেখেন, “দেশে ১৩০ কোটির মাত্রাতিরিক্ত জনসংখ্যা রয়েছে বর্তমানে। তার উপর রয়েছে ২৫ কটি অনুপ্রবেশকারী শরণার্থী। তাও টিকাকরণে বিশ্বকে পথ দেখাচ্ছে ভারত। কিন্তু এবার আমাদেরও কিছু দায়িত্ব নেওয়া উচিত। তৃতীয় সন্তান হলেই সংশ্লিষ্ট ব্যক্তির শাস্তি হওয়া দরকার।” কঙ্গনার এই ট্যুইটের পাল্টা জবাবে কমেডিয়ান সালোনি গউর কঙ্গনা ও তার ভাই-বোনের ছবি পোস্ট করেন।
এই নিয়ে কঙ্গনা পাল্টা টুইটে লিখেন, “বোকার মতো কথা বলো না। আমার দাদুর বাবারা ৮ ভাই-বোন ছিলেন। কিন্তু সেই সময়ে সন্তানদের বেশিরভাগ জনই মারা যেত। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আমাদের বদলাতে হবে। ভারতেও অবিলম্বে চীনের মতো জনসংখ্যা নিয়ন্ত্রণে জোর দিতে হবে।” এরপর সালোনিকে উদ্দেশ্য করে ফের টুইট করে কঙ্গনা লেখেন, “অন্যের সাফল্যে মজা না উড়িয়ে নিজের সমস্যাগুলির উপরে জোর দাও। জীবনে অনেক ভালো কাজ করবে।” কঙ্গনা-সালোনির এই ট্যুইট যুদ্ধে তোলপাড় হয়ে উঠেছে নেট দুনিয়া।