মুম্বই: বরাবরই ঠোঁটকাটা কঙ্গনা রানাউত। বলিউডে অনেকের সঙ্গেই তাঁর এই কারণে সমস্যা। তাঁদের মধ্যে অন্যতম হলেন দীপিকা পাড়ুকোন। তাঁর 'ছপাক' মুক্তির সময় দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে গিয়ে প্রতিবাদকারীদের পাশে দাঁড়িয়েছিলেন তিনি। সেই কারণে তাঁকে কঙ্গনার কটাক্ষের শিকার হতে হয়েছিল। এবার আবার দীপিকাকে কঙ্গনার রোষের মুখে পড়তে হল। সম্প্রতি সুশান্তের আত্মহত্যা ও জেএনইউ ইস্যু নিয়ে দীপিকাকে ফের একহাত নিলেন কঙ্গনা।
বছরের গোড়ার দিকেই দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে রোজই প্রায় বিক্ষোভ চলছিল। বিক্ষোভের জেরে আক্রান্ত হন ছাত্র সংসদের সভানেত্রী ঐশী ঘোষ। সেই সময়ই মুক্তি পায় দীপিকার ‘ছপাক’। ছবির প্রচারে দিল্লি গিয়েছিলেন দীপিকা। তখনই তিনি কাজের ফাঁকে ঐশীর সঙ্গে দেখা করতে যান। এমনকী ক্যাম্পাসে কিছুক্ষণ সময় থেকেওছিলেন দীপিকা। কানহাইয়া কুমারের ভাষণও শুনেছিলেন অভিনেত্রী। সেই সময় এই ইস্যু নিয়ে খুব কমই প্রতিবাদ উঠেছিল বিনোদন দুনিয়া থেকে। সেই কম সংখ্যক সেলেবদের মধ্যে ছিলেন দীপিকা। তার রেষ পড়ছিল ‘ছপাক’-এর বক্স অফিসেও।
সম্প্রতি বিজেপির এক নেতা বলেন, দীপিকা নাকি জেএনইউতে দু’মিনিটের জন্য যেতে ৫ কোটি টাকা নিয়েছিলেন। এর পরই ফের পুরনো কথা উসকে তোলেন কঙ্গনা। জেএনইউ ইস্যুর সঙ্গে সুশান্তর মৃত্যু রহস্যেরও যোগ টানেন তিনি। বলেন, দীপিকা পাড়ুকোন পাকিস্তানি এজেন্টদের সঙ্গে জেনএনইউ প্রতিবাদে শামিল হয়েছিলেন। যিনি প্রতিবাদ করছেন তিনিই নাকি আবার বলিউডের দুই জনপ্রিয় তারকাকে বয়কটও করেছেন। এঁদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে।
আর অন্যজন এখনও এই পরিস্থিতির সঙ্গে প্রতিনিয়ত যুদ্ধ করছে। প্রথমটি অবশ্যই সুশান্ত সিং রাজপুত। আর দ্বিতীয়জন যে কঙ্গনা নিজে তা আর বলার অপেক্ষা রাখে না। শেষ নয় এখানেই। সম্প্রতি একটি ছবি নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে। ছবিটি রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনের রিসেপশনের। সেখানে এক ব্যক্তিকে দেখা গিয়েছে যিনি পাক গুপ্তচর সংস্থার সঙ্গে যুক্ত। সেই ছবি নিয়েও তোপ দেগেছেন কঙ্গনা। তাঁর ক্ষোভ, দীপিকা রিসেপশনে সুসান্ত ও কঙ্গনাকে নিমন্ত্রণ করেননি। অথচ এক পাকস্তানি এজেন্টকে নিমন্ত্রণ করেছিলেন।