নয়াদিল্লি: গুরু নানকের জন্মদিনে জয় আন্দোলনের। আজ জাতির উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিতর্কিত তিন কৃষি আইন প্রত্যাহারের কথা ঘোষণা করতেই সিঙ্ঘু-টিকরিতে সীমান্তে খুশির জোয়ার৷ তিনি জানিয়েছেন, সংসদের আসন্ন অধিবেশনেই কৃষি আইন প্রত্যাহার করে নেওয়া হবে৷ আন্দোলনরত কৃষকদের কাছে তাঁর অনুরোধ, এবার আপনারা পরিবারের কাছে ফিরে যান৷ প্রধানমন্ত্রীর এই ঘোষণা গোটা দেশে সাড়া ফেলে দিয়েছে৷ স্বভাবসিদ্ধ ভঙ্গীতে নিজের মত প্রকাশ করলেন কন্ট্রোভার্সি কুইন কঙ্গনা রানাওয়াত৷
আরও পড়ুন- নীল বিকিনিতে উন্মুক্ত ক্লিভেজ, সুইমিংপুলে উষ্ণতা ছড়ালেন ঝুমা বৌদি
কৃষি বিল প্রত্যাহারের ঘোষণায় শুধু কৃষক সমাজ বা রাজনৈতিক মহলই নয়, প্রতিক্রিয়া জানিয়েছে সেলিব্রিটি মহলও৷ এ প্রসঙ্গে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কঙ্গনা লেখেন, ‘‘দুঃখজনক, লজ্জাজনক ও সম্পূর্ণ অন্যায়…। সংসদে নির্বাচিত সরকারের পরিবর্তে যদি নেমে লোকেরাই আইন তৈরি করতে শুরু করে, তাহলে মানতেই হবে এটা একটা জেহাদি দেশ।” শেষ লাইনে কটাক্ষ করে তিনি লেখেন, ‘‘তাঁদের সকলকে অভিনন্দন যাঁরা এটা চেয়েছিলেন।” কেন্দ্রের এই সিদ্ধান্তে স্বভাবতই নাখুশ অভিনেত্রী৷
অন্যদিকে, কৃষি আইন প্রত্যাহারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে টুইট করেছে অভিনেতা সোনু সুদ৷ তিনি লেখেন, ‘‘ দারুণ খবর! কৃষি আইন প্রত্যাহারের জন্য নরেন্দ্র মোদীজিকে ধন্যবাদ৷ এই ভাবে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানানোর জন্য কৃষকদের ধন্যবাদ। আশা করি গুরু নানক দেবজির আবির্ভাব দিবসে আপনারা পরিবারের কাছে ফিরে যেতে পারবেন।” কেন্দ্রের এই সিদ্ধান্তে উচ্ছ্বসিত তাপসী পান্নুও৷ তিনি কৃষি আইন প্রত্যাহারের খবরটি টুইট করে সকলকে গুরু নানকের জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন৷