কঙ্গনা রানাউতের পোশাক-সিক্রেট ফাঁস

ফরাসী দেশে কান রেড কার্পেটে হাঁটতে চলেছেন কঙ্গনা রানাউত। আর সেখানে কেমন হবে তার পোশাক, সে নিয়ে খোলাখুলি ভাবে কিছু তথ্য জানালেন তিনি। মিড ডে-র তথ্য অনুসারে কঙ্গনার লুকটি হবে একেবার স্বতন্ত্র। ৩২ বছরের অভিনেত্রী জানিয়েছেন, তার টিম আপাতত এ নিয়ে কাজ করছে। ডিজাইনার লেবেল ফাল্গুনী অ্যান্ড শেন পিকক তার স্বপ্নের শাড়ি তৈরি করছে। শাড়িতে

কঙ্গনা রানাউতের পোশাক-সিক্রেট ফাঁস

ফরাসী দেশে কান রেড কার্পেটে হাঁটতে চলেছেন কঙ্গনা রানাউত। আর সেখানে কেমন হবে তার পোশাক, সে নিয়ে খোলাখুলি ভাবে কিছু তথ্য জানালেন তিনি। মিড ডে-র তথ্য অনুসারে কঙ্গনার লুকটি হবে একেবার স্বতন্ত্র। ৩২ বছরের অভিনেত্রী জানিয়েছেন, তার টিম আপাতত এ নিয়ে কাজ করছে।

ডিজাইনার লেবেল ফাল্গুনী অ্যান্ড শেন পিকক তার স্বপ্নের শাড়ি তৈরি করছে। শাড়িতে ভুলে যাওয়া ঢেউয়ের ধারনাকে ফিরিয়ে আনা হবে এখানে। যাতে বিদেশের মানুষজন ভারতের সংস্কৃতি, কাপড়ের ধরন ও রংয়ের ঐতিহ্য সম্পর্কে জানতে পারেন, বুঝতে পারেন।

অভিনেত্রী জানিয়েছেন, ‘‘আমি কানে যে পোশাক পরবো তার মধ্যে নাটকীয়তা থাকবে। কিন্তু আমি প্রথমে একজন ভারতীয়, তাই ভারতীয় তাঁত শিল্পীদের প্রতিভাকে তুলে ধরাও আমার লক্ষ্য হবে। আমি চাইবো আমার পোশাকের থেকে যেন দেশের ঐতিহ্য প্রতিফলিত হয়।” তবে এ বার প্রথম নয় দ্বিতীয় বারের জন্য কান-এর রেড কার্পেটে কঙ্গনার পা পড়তে চলেছে। তিনি লিকার ব্র্যান্ড গ্রে গুজ-এর অ্যাম্বাস্যাডর। আগেই আইএএনএস জানিয়েছিল কঙ্গনা কান এর জন্য ১৬ থেকে ১৮ মে তারিখকে নির্দিষ্ট করেছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − eleven =