দেশে একনায়কতন্ত্র, লাঠির শাসন চান কঙ্গনা! মোদীর সিদ্ধান্তে ক্ষুব্ধ

দেশে একনায়কতন্ত্র, লাঠির শাসন চান কঙ্গনা! মোদীর সিদ্ধান্তে ক্ষুব্ধ

নয়াদিল্লি: কেন্দ্রীয় সরকার বিতর্কিত যে তিনটি কৃষি আইন এনেছিল সেটি আজ বাতিলের ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সিদ্ধান্তের ঘোষণা হতে দেশজুড়ে কার্যত খুশির আবহ তৈরি হয়েছে এবং আন্দোলনরত কৃষকরা আনন্দে আত্মহারা। অন্যদিকে রাজনৈতিক বিশেষজ্ঞদের অভিমত যে আসন্ন নির্বাচনের কথা মাথায় রেখে কেন্দ্রীয় সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। তবে কারণ যাই হোক আজ প্রধানমন্ত্রীর কৃষি আইন বাতিলের ঘোষণা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। কিন্তু নরেন্দ্র মোদীর এই ঘোষণায় একেবারে সন্তুষ্ট নন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। বরং তিনি বলছেন যে এর থেকে লজ্জার কিছু হতে পারে না।

ইতিমধ্যেই নিজের স্বভাব সিদ্ধ ভঙ্গিতে বিস্ফোরক মন্তব্য করে ফেলেছেন বলিউডের ‘কুইন’। তিনি বলেছেন, ভারত জেহাদিদের দেশ হয়ে গেছে! তবে শুধু এখানেই থেমে থাকেননি অভিনেত্রী। প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের বিরোধিতা করে তিনি স্পষ্ট দাবি করেছেন যে, দেশের মানুষ যদি নির্বোধ হন তাহলে লাঠির শাসন প্রয়োজন। একনায়কতন্ত্র সেরা বিকল্প। কঙ্গনার কথা এটাই একমাত্র সমাধান হতে পারে দেশের জন্য। স্বাভাবিকভাবে আবার এই ধরনের মন্তব্য করে চরম বিতর্কে জড়িয়েছেন বলিউড অভিনেত্রী। আগেই তিনি নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছিলেন, কৃষি আইন প্রত্যাহার করে নেওয়া দুঃখজনক এবং সম্পূর্ণ অন্যায়। কঙ্গনার কথায়, সংসদে নির্বাচিত সরকারের পরিবর্তে যদি রাস্তার লোকেরা আইন তৈরি করতে শুরু করে তাহলে মানতেই হবে এটা জিহাদিদের দেশ।

আরও পড়ুন- নীল বিকিনিতে উন্মুক্ত ক্লিভেজ, সুইমিংপুলে উষ্ণতা ছড়ালেন ঝুমা বৌদি

অন্যদিকে, কৃষি আইন প্রত্যাহারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে টুইট করেছে অভিনেতা সোনু সুদ৷ তিনি লেখেন, ‘‘ দারুণ খবর! কৃষি আইন প্রত্যাহারের জন্য নরেন্দ্র মোদীজিকে ধন্যবাদ৷ এই ভাবে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানানোর জন্য কৃষকদের ধন্যবাদ। আশা করি গুরু নানক দেবজির আবির্ভাব দিবসে আপনারা পরিবারের কাছে ফিরে যেতে পারবেন।” কেন্দ্রের এই সিদ্ধান্তে উচ্ছ্বসিত তাপসী পান্নুও৷ তিনি কৃষি আইন প্রত্যাহারের খবরটি টুইট করে সকলকে গুরু নানকের জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 4 =