মুম্বই: বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত এবং মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরের মধ্যে শত্রুতার সম্পর্ক বহুদিনের। আর তাই বুধবার রাতে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর পদ থেকে উদ্ধব ঠাকরে পদত্যাগ করতেই মুখ খুললেন বলিউড কুইন। বৃহস্পতিবার সকালেই ফের শিবসেনা সরকার তথা উদ্ধব ঠাকরেকে নিয়ে মন্তব্য করে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন কঙ্গনা। আর তাতেই তিনি বলেছেন, ‘স্বয়ং ভগবান শিবও শিবসেনাকে এই যাত্রায় বাঁচাতে পারলেন না।’
বৃহস্পতিবারের এই ভিডিওতে কঙ্গনাকে মূলত মহারাষ্ট্রে হনুমান চল্লিশা পাঠ বিতর্ক নিয়ে মুখ খুলতে দেখা গিয়েছে। হনুমান চল্লিশা প্রসঙ্গে এদিন কঙ্গনা বলেন, ‘ ভগবান শিবের ১২ তম অবতার হিসাবে হনুমানজিকে মানা হয়। আর সেই হনুমান চল্লিশাকেই যদি ব্যান করে শিবসেনা তাহলে স্বয়ং শিবেরও ক্ষমতা নেই তাদের বাঁচানোর।’ এর সাথেই তিনি বলেন, ‘১৯৭৫ সালের পর এটি ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। ১৯৭৫ সালে জে পি নারায়নের মন্তব্যও তাঁর ক্ষমতাকে কাঁপিয়ে দিয়েছিল। ঠিক একইভাবে ২০২০ সালে গণতন্ত্রকে ক্ষুন্ন করে যে ঊর্ধ্বত্বের প্রমাণ দিয়েছে শিবসেনা তখনই আমি বলেছিলাম যে তাদের অহংকার একদিন চূর্ণ হবে। আর আজ আমার বলা সেই কথাই সত্যি তা প্রমাণিত হয়েছে।’
উল্লেখ্য, শিবসেনা সরকার তথা বিএনসির নির্দেশে ২০২০ সালে কঙ্গনা রানাওয়াতের কোটি টাকার বাসভবন ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছিল। সেই থেকেই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে তথা বলিউড কুইনের শত্রুতার সূত্রপাত। সেই সময় একটি ভিডিও বার্তায় কার্যত হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, ‘উদ্ধব ঠাকরে আজ আমার বাড়ি ভেঙে দেওয়া হয়েছে, আগামীকাল তোর অহঙ্কার ভাঙবে।’ বলিউড অভিনেত্রীর সেই অভিশাপই কার্যত বাস্তবে রূপায়িত হয়েছে বুধবার রাতে যখন মুখ্যমন্ত্রীর গদি ছেড়েছেন উদ্ধব।