নগ্ন শরীরে বাথটবে রিল্যাক্স, মাথার পিথনে মদের বোতলে অশ্লীলতার চরমে কঙ্গনা

নগ্ন শরীরে বাথটবে রিল্যাক্স, মাথার পিথনে মদের বোতলে অশ্লীলতার চরমে কঙ্গনা

মুম্বই: বিতর্কের আরেক নাম কঙ্গনা রানাওয়াত৷ তাঁর প্রতিটি পদক্ষেপে জড়িয়ে বিতর্কের রেশ৷ একের পর এক বিতর্কিত মন্তব্যে বারবার শিরোনামে এসেছেন এই বলি ডিভা৷ এবার নিজের একগুচ্ছ ছবি পোস্ট করে বিতর্কের আগুনে ঘি ঢললেন কঙ্গনা৷ অশ্লীলতার চরমে পৌঁছলেন নায়িকা৷ 

আরও পড়ুন- ‘আমাকে ফাঁসানো হয়েছে’, আদালতের বাইরে বিস্ফোরক পরীমনি

kangana

বলিউডের প্রথম সারির নায়িকাদের তালিকায় প্রথমেই উঠে আসে কঙ্গনার নাম৷ কোনও গডফাদার ছাড়াই বলিউডে নিজের পায়ের তলার জমি পাকা করেছেন তিনি৷ সম্প্রতি ‘ধাক্কড়’ ছবির শ্যুটিং শেষ করেছেন কঙ্গনা৷ ছবির শ্যুটিং শেষ হতেই কিছু ছবি শেয়ার করেন তিনি৷ যা দেখে আগুন লাগে নেট পাড়ায়৷ কিন্তু তাঁর অশ্লীলতা নিয়েও আঙুল তুলতে ছাড়েননি নেটিজেনরা৷ বিতর্কের মুখে পড়ে অবশ্য সেই ছবি মুছে দেন অভিনেত্রী৷ 

আরও পড়ুন- ঠোঁটে ঠোঁট ঠাসা চুমু, জন্মদিনে পরিমণীর উষ্ণতায় ভাসলেন পুলিশ কর্তা, দেখুন ভিডিয়ো

কঙ্গনা

তাঁর শেয়ার করা ছবিতে দেখা গিয়েছে সম্পূর্ণ নগ্ন হয়ে বাথটবে শুয়ে রয়েছেন কঙ্গনা৷ ক্যাপশনে লিখেছেন, শ্যুটের পর রিল্যাক্স করছি৷ তাঁর মাথার পিছনে রাখা রয়েছে কিছু মদের বোতল৷ এর পরেই সমালোচনার ঝড় ওঠে৷ তবে বিতর্ক চরমে উঠতেই তড়িঘড়ি নিজের অ্যাকাউন্ট থেকে ছবি সরান কঙ্গনা৷ 

কঙ্গনা

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 − 1 =