১৯৪৭-এ ভিক্ষা ছিল, দেশ আসলে স্বাধীন হয়েছে ২০১৪ সালে: কঙ্গনা

১৯৪৭-এ ভিক্ষা ছিল, দেশ আসলে স্বাধীন হয়েছে ২০১৪ সালে: কঙ্গনা

মুম্বই: তিনি একজন মোদী ভক্ত হিসেবেই পরিচিত। অভিনেত্রী হলেও এখন অনেক বেশি রাজনৈতিক মন্তব্য করতে শোনা যায় তাকে এবং বেশিরভাগ সময় বিতর্কের শিরোনামেই থাকেন কঙ্গনা রানাওয়াত। এর আগে অভিনেত্রীর একাধিক মন্তব্য নিয়ে বিতর্কে ঝড় উঠেছিল। তবে এবার যেন সব সীমানা পার করে ফেলেছেন তিনি। এবার তিনি ভারতের স্বাধীনতা সংগ্রামীদের অপমান করেছেন বলে দাবি করতে শুরু করেছে সোশ্যাল মিডিয়া। কারণ কঙ্গনা বলেছেন, ১৯৪৭ সালে ভারতের স্বাধীনতা ভিক্ষা ছাড়া কিছু ছিল না! ২০১৪ সালে ভারত আসল স্বাধীনতা পেয়েছিল। উল্লেখ্য, এই বছরেই বিজেপি ক্ষমতায় এসেছিল।

ঠিক কী বলেছেন অভিনেত্রী? একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের অনুষ্ঠানে হাজির হয়ে তিনি ভারতের স্বাধীনতা প্রসঙ্গে মন্তব্য করে বলেন, ১৯৪৭ সালের ভারতে যে স্বাধীনতা পেয়েছিল সেটা আসলে ভিক্ষা ছাড়া কিছু ছিল না। দেশ আসল স্বাধীনতা পেয়েছে ২০১৪ সালে। অর্থাৎ তিনি স্পষ্ট ভাবে বুঝিয়ে দিয়েছেন যে, নরেন্দ্র মোদী সরকার যে বছর ক্ষমতায় এসেছে সেই বছরই ভারত আসল স্বাধীন হয়েছে। স্বাভাবিকভাবেই অভিনেত্রীর এই মন্তব্যের পর নিন্দার ঝড় শুরু হয়ে গিয়েছে সর্বত্র। অধিকাংশের বক্তব্য যে এই মন্তব্য করে কঙ্গনা রানাওয়াত আদতে ভারতের স্বাধীনতা সংগ্রামীদের অপমান করেছেন এবং দেশের অপমান করেছেন। যে স্বাধীনতা সংগ্রামীরা নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন ভারতকে স্বাধীনতা এনে দিতে, তাদের অপমান করেছেন তিনি। এই প্রেক্ষিতে ইতিমধ্যেই আম আদমি পার্টি নেত্রী প্রীতি শর্মা মেনন অভিনেত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন মুম্বই পুলিশে। ভারতীয় দণ্ডবিধির ৫০৪, ৫০৫ এবং ১২৪এ ধারায় মামলা রুজু করার আবেদন জানিয়েছেন তিনি। 

এদিকে, বিজেপি বিরোধী দল থেকে একের পর এক আক্রমণাত্মক মন্তব্য আসছে কঙ্গনার জন্য। তারা বলছেন যে প্রভুর প্রতি আনুগত্য দেখাতে এক লহমায় গোটা দেশকে অপমান করেছেন অভিনেত্রী। মহান দেশ ভক্তরা যারা দেশের জন্য প্রাণ দিয়েছেন তাদের অবদান নস্যাৎ করেছেন তিনি। প্রসঙ্গত, সম্প্রতি পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছেন কঙ্গনা রানাওয়াত। অনেকের দাবি, বিজেপি সরকারের প্রতি আনুগত্য দেখানোর ফল এই পুরস্কার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *