‘মুম্বই পুলিশকে মুভি মাফিয়াদের থেকেও বেশি ভয় পাই’, প্রকাশ্য বললেন কঙ্গনা

মুম্বই: কঙ্গনা রানাউতের জন্য পুলিশি সুরক্ষার দাবি জানিয়েছেন বিজেপি নেতা রাম কদম। আর সেই কারণে তাঁকে ধন্যবাদ জানান অভিনেত্রী নিজে। রবিবার বিজেপি নেতা রাম কদম মহারাষ্ট্র সরকারকে এক খোলা চিঠিতে কঙ্গনা রানাউতকে পুলিশি সুরক্ষা দেওয়ার কথা বলেছিলেন। কঙ্গনা বলিউডের ড্রাগ মাফিয়া জোটের কথা প্রকাশ করেন। আর সেই কারণেই কঙ্গনার পুলিশি সুরক্ষা ব্যবস্থার দরকার বলে জানান বিজেপি নেতা। এমনকী কঙ্গনাকে সুরক্ষা দিতে দেরি হওয়ার জন্যও মহারাষ্ট্র সরকারকে একহাত নেন তিনি।

মুম্বই: কঙ্গনা রানাউতের জন্য পুলিশি সুরক্ষার দাবি জানিয়েছেন বিজেপি নেতা রাম কদম। আর সেই কারণে তাঁকে ধন্যবাদ জানান অভিনেত্রী নিজে। রবিবার বিজেপি নেতা রাম কদম মহারাষ্ট্র সরকারকে এক খোলা চিঠিতে কঙ্গনা রানাউতকে পুলিশি সুরক্ষা দেওয়ার কথা বলেছিলেন। কঙ্গনা বলিউডের ড্রাগ মাফিয়া জোটের কথা প্রকাশ করেন। আর সেই কারণেই কঙ্গনার পুলিশি সুরক্ষা ব্যবস্থার দরকার বলে জানান বিজেপি নেতা। এমনকী কঙ্গনাকে সুরক্ষা দিতে দেরি হওয়ার জন্যও মহারাষ্ট্র সরকারকে একহাত নেন তিনি।

তাঁকে সমর্থন করার জন্য রাম কদমকে ধন্যবাদ জানিয়ে কঙ্গনা রানাউত রাজ্য পুলিশের প্রতি অবিশ্বাস ব্যক্ত করেন। বলেন যে, মুম্বই পুলিশকে তিনি মুভি মাফিয়াদের চেয়ে বেশি ভয় পান। তাঁকে হয় হিমাচল পুলিশের সুরক্ষা প্রদান করা হোক অথবা সরাসরি কেন্দ্র থেকে তাঁর সুরক্ষার ব্যবস্থা করা হোক।

null

সম্প্রতি একটি সাক্ষাৎকারে কঙ্গনা রানাউত বলেন ফিল্ম ইন্ডাস্ট্রিকে 'নর্দমা' বলে অভিহিত করেন। বলেন, এখানকার পার্টিগুলিতে ড্রাগ নেওয়া হয়। ৯৯ শতাংশ বলিউড তারকা এর সঙ্গে জড়িত। কঙ্গনা আরও বলেছিলেন যে বলিউড তারকারা জলের মতো ড্রাগ নেন। এবং তারপর তাঁরা কতটা অশ্লীল হয়ে পড়েন তা তিনি দেখেছেন। “আমার বয়সী অনেক যুবক অভিনেতা স্বতন্ত্রভাবে ড্রাগ নেন এবং শো করেন। ডিলাররাও এক। সব কিছুই খুব সুন্দরভাবে সামলানো হয়। এই জাতীয় পার্টিগুলিতে অনেকে রয়েছেন যাঁরা মাদক এবং ধোঁকাবাজির সঙ্গে জড়িত।”

কঙ্গনা আরও দাবি করেছেন যে অনেক সরকার মাদক মাফিয়াদের উন্নতিতেও সহায়তা করেছিল। “অনেক সরকার এই বলিউড ড্রাগ মাফিয়াকে বাড়াতে সহায়তা করেছে। এই লোকেরা স্বজনপ্রীতিবাদের প্রচার করেন। তাঁদের মধ্যে অনেকে শৈশব থেকেই মাদক ব্যবহার করেন এবং পরে অভিনেতা বা পরিচালক হন। এই অভিনেতাদের অনেকের মধ্যেই আমি একজনকে ডেট করেছিলাম। তাঁরা একটি জায়গায় যান। মদ্যপান শুরু করেন এবং তারপরে ড্রাগ নেন। আমি দেখেছি এটি কতটা অশ্লীল হয়ে ওঠে এবং এই ড্রাগ পার্টিতে সব কিছুই নিয়নত্রণের বাইরে চলে যায়।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven − ten =