Aajbikel

কঙ্গনার 'অভিশাপেই' উদ্ধবের ঘরে ভাঙন, ভাইরাল অভিনেত্রীর পুরনো ভিডিও

 | 
কঙ্গনার 'অভিশাপেই' উদ্ধবের ঘরে ভাঙন, ভাইরাল অভিনেত্রীর পুরনো ভিডিও

মুম্বই: ফলে গেল কঙ্গনার অভিশাপ। অভিনেত্রীর অভিশাপেই সময়ের চাকা ঘুরে ঘর ভাঙছে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের। মাত্র মাস ছয়েক আগের কথা, ২০২০ সালের ৯ সেপ্টেম্বর বিএনপির তরফ থেকে যখন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের কোটি টাকার অফিস ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় তখনই প্রকাশ এসেছিল অভিনেত্রীর একটি ভিডিও। যে ভিডিওতে কঙ্গনা বিএমসি তথা মহারাষ্ট্র সরকারের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়ে কার্যত অভিশাপ দিয়ে বলেছিলেন, 'সময়ের চাকা ঘুরবে, আজ আমার ঘর ভেঙেছে কাল তোর অহংকার ভাঙবে।' অভিনেত্রীর মুখের সেই কথাই আজ ফলছে মহারাষ্ট্রে। বিরোধীদের বিক্ষোভে কার্যত টালমাটাল অবস্থা উদ্ধব ঠাকরের সরকারের। রাজনীতিবিদদের একাংশের মত, উদ্ধবের মুখ্যমন্ত্রীত্ব থেকে পদত্যাগ এখন সময়ের অপেক্ষা মাটত্র। এখনও পর্যন্ত এই প্রসঙ্গে কোনও সরকারি বিবৃতি দেওয়া না হলেও ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর আবাসন ছেড়ে নিজের পৈত্রিক ভিটেতে ফিরে গিয়েছেন উদ্ধব। আর শিবসেনা তথা উদ্ধব ঠাকরের এই টালমাটাল পরিস্থিতিতে আরও একবার ভাইরাল কঙ্গনা। তবে সাম্প্রতিক কোনও ভিডিও নয়, উদ্ধবকে দেওয়া কঙ্গনার অভিশাপের পুরনো সেই ভিডিওই নতুন করে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

উল্লেখ্য বিগত কয়েক দিন ধরেই টালমাটাল অবস্থা মহারাষ্ট্র সরকারের। উদ্ভব ঠাকুরের গদিচ্যুত হওয়া এখন সময়ের অপেক্ষা মাত্র। শিবসেনার একনাথ শিন্ডেসহ মোট ৩৫ জন বিধায়ক বর্তমানে রয়েছেন গুয়াহাটির হোটেলে। খবর, তাঁরা বিজেপির সঙ্গে হাত মিলেয়ে গদিচ্যুত করতে পারেন উদ্ধব ঠাকরেকে। যদিও ‘বিদ্রোহী’দের উদ্দেশে মুখ্যমন্ত্রীর বার্তা যে কোনও সময় ইস্তফা দিতে রাজি তিনি। সূত্রের খবর, বর্তমানে শিন্ডে গোষ্ঠীর কাছে ৩৮ শিবসেনা বিধায়কের সমর্থন রয়েছে। অপরদিকে মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের সমর্থনে মাত্র ১৬ জন বিধায়ক আছেন। একজন বিধায়ক এখনও মনস্থির করতে পারেননি বলে জানা গিয়েছে। উল্লেখ্য, ৫৫ বিধায়কের দলে একনাথদের দলবিরোধী আইন এড়াতে ৩৭ জন বিধায়ক প্রয়োজন ছিল। সেই সংখ্যা থেকে একজন বিধায়ক বেশি রয়েছে শিন্ডে গোষ্ঠীর কাছে।


 


এমতাবস্থায় টুইটারে ফের ভাইরাল হচ্ছে কঙ্গনার একাধিক পুরনো ভিডিও। যেগুলোর অধিকাংশকেই কঙ্গনা মহারাষ্ট্র সরকারের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন। কোনওটিতে তাঁকে বলতে শোনা গিয়েছে, 'ইতিহাস সাক্ষী আছে যখনই কেউ কোনও নারীর অপমান করেছে তাঁর পতন নিশ্চিত। রাবণ সীতাকে অপমান করেছিল, কৌরবরা দ্রৌপদীর অস্মিতা হরণের চেষ্টা করেছিল তাঁদের নিমূল হয়েছে।' আবার কোনওটায় তিনি উদ্ধব  ঠাকরেকে রীতিমতো চ্যালেঞ্জ ছুঁড়ে রীতিমতো তুই সম্মোধন করে বলছেন, 'উদ্ধব ঠাকরে তোর কী মনে হয়। তুই ফিল্ম মাফিয়ার সঙ্গে হাত মিলিয়ে আমার ঘর ভেঙে আমার থেকে প্রতিশোধ নিলি? সময়ের চাকা ঘুরবে। তুই আজ আমার ঘর ভেঙেছিস, কাল তোর অহংকার ভাঙবে।' 

Around The Web

Trending News

You May like