চুটিয়ে প্রেম করছেন কঙ্গনা, ৫ বছরের মধ্যে মা হতে চান, সংসারের প্ল্যান ফাঁস নায়িকার

চুটিয়ে প্রেম করছেন কঙ্গনা, ৫ বছরের মধ্যে মা হতে চান, সংসারের প্ল্যান ফাঁস নায়িকার

 মুম্বই:  কঙ্গনা মানেই বিতর্ক৷ নানাবিধ মন্তব্যে হামেশাই লাইমলাইটে থাকেন তিনি৷ বিতর্কের শিরোনামেই অধিক জায়গা তাঁর৷ তবে তাঁর অভিনয় দক্ষতা নিয়ে অতি বড় নিন্দুকও বেশি কথা বলেন না৷ সম্প্রতি জোড়া সম্মান এসেছে তাঁর ঝুলিতে৷ চতুর্থ জাতীয় চলচ্চিত্র পুরস্কারের পাশাপাশি পদ্মশ্রী সম্মান পয়েছেন তিনি৷ বিতর্ক আর সাফল্যের মাঝেই ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুললেন অভিনেত্রী৷ প্রকাশ করলেন মা হওয়ার ইচ্ছা৷ জানালেন আগামী ৫ বছরের মধ্যে মা হতে চান তিনি৷ 

আরও পড়ুন- ব্যক্তিগত জীবন থেকে রাজনীতি, শ্রাবন্তীর জীবনের কিছু চর্চিত অধ্যায়

kangana

বলিউডে প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে অবশ্যই নাম আসে কঙ্গনার৷ বলিউডে কোনও গড ফাদার নেই তাঁর৷ নিজের অভিনয় দক্ষতা দিয়েই সাফল্যেই শীর্ষে পৌঁছেছেন তিনি৷ দক্ষতার জেরেই রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দের হাত থেকে চতুর্থ জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং পদ্মশ্রী গ্রহণ করেছেন কঙ্গনা৷ পেশাগত সাফল্য তো বটেই, পাশাপাশি ব্যক্তি জীবনেও বেশ ভালো আছেন কন্ট্রোভার্সি কুইন৷ গোপনে চুটিয়ে করছেন প্রেম৷ 

কঙ্গনা

কঙ্গনার কাছে জানতে চাওয়া হয়েছিল, আগামী ৫ বছরে তাঁর পরিকল্পনা কী? জবাবে কঙ্গনা বলেন, ‘আমি শীঘ্রই বিয়ে করে সন্তানের মা হতে চাই।’ যা শুনে সকলেই হতবাক৷ তিনি আরও জানান, ৫ বছর পর নিজেকে একজন মা হিসেবে, একজন স্ত্রী হিসেবে এবং অবশ্যই এমন একজন ব্যক্তি হিসেবে নিজেকে দেখতে চান যে নিউ ইন্ডিয়ার ভাবনা বাস্তবায়িত করার জন্য যথাসাধ্য যোগদান দিচ্ছে। 

kangana

কঙ্গনা ইতিমধ্যেই যে সংসারের প্ল্যান করে ফেলেছেন তা প্রায় স্পষ্ট৷ কিন্তু কার সঙ্গে সংসার পাতার স্বপ্ন দেখছেন তিনি? সে কথা অবশ্য খোলসা করেননি অভিনেত্রী৷ তবে ঠারেঠোরে বুঝিয়ে দিয়েছেন, প্রেম করছেন তিনি এবং নিজের সম্পর্ক নিয়ে বেশ খুশিতেই আছেন৷ তাই তো আগামীদিনের পরিকল্পনাও করে ফেলেছেন অভিনেত্রী৷ আপাতত তাঁর জীবনসঙ্গী কে হতে চলেছেন, সেটাই জানার অপেক্ষা৷    

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − thirteen =