আফগানিস্তান বুঝিয়ে দিল CAA কতটা জরুরি, ফের বিতর্কে কঙ্গনা

আফগানিস্তান বুঝিয়ে দিল CAA কতটা জরুরি, ফের বিতর্কে কঙ্গনা

মুম্বই: গোটা বিশ্বের নজরে এখন আফগানিস্তান৷ সারা দেশ জুড়ে চলছে তালিবানি তাণ্ডব৷ কাবুলের ছবি দেখে আতকে উঠেছে বিশ্ববাসী৷ বিমানবন্দরে দেশ ছাড়ার হুড়োহুড়ি৷ বিমানের চাকায় চেপে প্রাণ রক্ষার তাগিদে নির্মম মৃত্যু৷ চলছে গুলি৷ যা সকলের হাড় হিম করে দিচ্ছে৷ এই পরিস্থিতিকে সামনে রেখেই ফের বিতর্কে জড়ালেন বলিউড তারকা কঙ্গনা রানাওয়াত৷ আফগানিস্তানের প্রসঙ্গ তুলে সিএএ-র পক্ষে পোস্ট করে সমালোচনার মুখে অভিনেত্রী৷  

নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কঙ্গনা লেখেন, তালিবানের ভয়ে কাঁপছে আফগানিস্তান৷ দেশ ছাড়তে মরিয়া আফগান নাগরিকরা। প্রাণ বাঁচানোর তাগিদে নিজেদের শেষ সম্বলটুকু আগলে কাবুল ছাড়ায় মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছেন তাঁরা। গত কয়েক দিন ধরে এই ভয়ঙ্কর পরিস্থিতির সাক্ষী থেকে তামাম দুনিয়া৷ তিনি আরও লেখেন, ‘এই দুঃসময়ে আফগানিস্তানের মানুষের আমাদের প্রয়োজন রয়েছে। প্যালেস্তাইন মুসলিমদের হাতে নৃশংসভাবে খুন হতে হচ্ছে আফগানিস্তানের মুসলিমদের। যাঁরা এই ধরনের আচরণকে সমর্থন জানিয়ে গলা ফাটাচ্ছেন, তাঁদের উদ্দেশে বলতে চাই, আমাদের দেশের সরকারকে ধন্যবাদ যে তারা নাগরিকত্ব আইনের প্রস্তাব এনেছেন। এই আইনের বলে প্রতিবেশী ইসলামিক দেশগুলির হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন পার্সি, খ্রিস্টান ধর্মাবলম্বী এবং সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষেরা বাঁচার রাস্তা খুঁজে পাবেন।’’

অপর একটি পোস্টে কঙ্গনা আরও লিখেছেন, আফগানিস্তানে গণতন্ত্র ভেঙে পড়েছে৷ সরিয়া আইন প্রতিষ্ঠিত হয়েছে৷ বাংলার কিছু কিছু জায়গাতেও সরিয়া আইন রয়েছে৷ সরিয়া আইনে বোরখা না পড়লে মেয়েদের মারা হয়৷’’ তাঁর কথায়, আফগানিস্তানকে রক্ষা করতে পারলে আমাদের ভালো লাগত৷ কিন্তু আফগানিস্তানের সংখ্যালঘুদের রক্ষা করতে পারব ভেবেও ভালো লাগছে৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *