kangana ranaut
মুম্বই: তাঁর শেষ হিট ছবি ‘তনু ওয়েডস মনু রিটার্নস’। ব্যস। তারপর যে ছবিতেই তিনি হাত দিয়েছেন তা কার্যত খাদে পড়ে গিয়েছে। অভিনেত্রী কঙ্গনা রানাউতের ফিল্মোগ্রাফি এমনটাই বলছে। তাঁর সর্বশেষ ছবি ‘তেজস’ সদ্য মুক্তি পেয়েছে। তবে আর কয়েক দিনের মধ্যে সেটারও যবনিকা পতন হবে। এবার তাহলে কী করবেন তিনি? ইঙ্গিতপূর্ণ বার্তা দিলেন একসময়ের বলিউডের ‘কুইন’।
অভিনেত্রীর সঙ্গে যে বিজেপির সখ্যতা আছে তা আলাদা করে বলার অপেক্ষা রাখে না। কোনও রাখঢাক না রেখেই তিনি সোশ্যাল মিডিয়া হোক কিংবা সংবাদমাধ্যম, যে কোনও ক্ষেত্রেই ভূয়সী প্রশংসা করেন গেরুয়া শিবিরের। তাই অনেকেই অনেক দিন ধরে ভেবেছিলেন তিনি হয়তো বিজেপির হয়ে ভোটে লড়তে পারেন। এখন সেই ইঙ্গিতই মিলল খোদ অভিনেত্রীর থেকে। সম্প্রতি নিজের ছবি ‘তেজস’ প্রচার করতে একাধিক জায়গায় গিয়েছেন কঙ্গনা। অযোধ্যার রাম মন্দিরও বাদ পড়েনি। এখন ছবির কী অবস্থা তা হাড়ে হাড়ে বুঝছেন। তাই ‘শান্তি’র খোঁজে তিনি গিয়েছেন দ্বারকায়। সেই শ্রীকৃষ্ণভূমে দাঁড়িয়েই রাজনীতিতে যোগ দেওয়ার ইঙ্গিত দিলেন কঙ্গনা রানাউত।
”ভগবান শ্রীকৃষ্ণ আশীর্বাদ করলে লোকসভা ভোটে লড়ব।” হ্যাঁ, এমনই মন্তব্য করতে শোনা গিয়েছে তাঁকে। হলফ করে বলা যায়, লোকসভা ভোটে লড়লে তিনি কোন দলের হয়ে লড়বেন। তবে সেই দল তাঁকে টিকিট দেবে কিনা, সেটা সময়ের হাতেই ছেড়ে দিতে হবে। উল্লেখ্য, নিজের শেষ ছবির প্রচারেও কঙ্গনা ধন্য ধন্য করেছেন মোদী সরকারকে। রাম মন্দির প্রসঙ্গে তাঁর বক্তব্য ছিল, বিজেপি সরকারের জন্যই ভারতীয়রা ৬০০ বছরের লড়াইয়ে জিততে পেরেছে। সনাতন ধর্মের নিশান গোটা বিশ্বে ওড়া উচিত।