Aajbikel

পর পর ব্যর্থতার পর কতটা তেজ দেখাল কঙ্গনার নতুন ছবি ‘তেজস’? এর প্রথম দিনের আয় অবিশ্বাস্য!

 | 
তেজস

মুম্বই:  হামেশাই সংবাদ শিরোনামে থাকেন তিনি৷ তবে পেশাগত কারণে যতটা না নজর কাড়েন, তার চেয়ে অনেক বেশি চর্চায় থাকেন বিতর্কে জড়িয়ে৷ সুযোগ পেলেই ভারতীয় জনতা পার্টির হয়ে গলা ফাটাতেও দেখা যায় তাঁকে৷ তিনি বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। বলিউডে নাকি বন্ধু নেই তাঁর। নিন্দুকেরা বলেন, বলিউডে কেউই তাঁর সঙ্গে কাজ করতে চান না, চারপাশে এতই শত্রু তাঁর। তাই নিজেই প্রযোজনা সংস্থা খুলে বসেছেন। নিজের ছবির নিজেই প্রযোজনা করেন কঙ্গনা৷ সেই প্রযোজনা সংস্থার ব্যানাকে একের পর এক ছবি মুক্তিও পাচ্ছে৷ তবে তাঁর ভাগ্যে শিকে ছিঁড়ছে না। এক সময় কঙ্গনা মানেই ঝড় উঠত বক্স অফিসে৷ এখন প্রদীপের আলো জ্বলে টিমটিম করে। শুধুই ব্যর্থতার হাতছানি৷ চলতি উৎসবের মরসুমে মুক্তি পেয়েছিল কঙ্গনা অভিনীত নতুন ছবি ‘তেজস’। এই ছবি নিয়ে আশায় বুক বঁধেছিলেন বলিউডের কুইন। এই ছবির ভাগ্য কী, তা প্রথম দিনের হিসাব থেকেই স্পষ্ট। দেশপ্রেমের রানওয়েতে তেজ দেখাতে পারল না ‘তেজস’৷ 

সুরবেশ মেভারা পরিচালিত এই ছবির নাম ভূমিকায় অভিনয় করেছেন কঙ্গনা। এয়ারফোর্সের দুরন্ত অফিসার তেজস গিলের চরিত্রে দেখা গিয়েছে তাঁকে৷ প্রথমে দেখা যায় সেন্টিনেল দ্বীপ থেকে সহকর্মীকে উদ্ধার করছে তেজস। সেই সময়ই বিষাক্ত বাণের আঘাতে অজ্ঞান হয়ে যান তিনি। এর পরেই গল্প চলে যায় ফ্ল্যাশব্যাকে। তেজসের পাইলট হয়ে ওঠার কাহিনি তুলে ধরা হয়। সেখানে খানিক প্রেমের ছোঁয়াও রয়েছে। তবে শুরু থেকে শেষ পর্যন্ত দেশপ্রেমে মোড়া কঙ্গনার ‘তেজস’৷  তবে ‘মণিকর্ণিকা’, ‘থালাইভি’ কিংবা ‘পঙ্গা’— র মতে এবারও হতাশ হতে হল অভিনেত্রীকে৷ বক্স অফিসের রিপোর্ট থেকেই তা স্পষ্ট৷ এবারেও ডাহা ফেল বলুইড কুইন। প্রথম দিনে এই ছবির আয় ১ কোটি ২৫ লক্ষ। দেশের মাল্টিপ্লেক্সগুলি থেকে সংগ্রহ হয়েছে মাত্র ৮৫ লক্ষ টাকা। আপাতত কঙ্গনার ‘তেজস’-এর যা গতি, তাতে পাঁচ নম্বর ফ্লপের মুখ দাঁড়িয়ে  অভিনেত্রী। এই ফ্লপের সফর শুরু ২০১৯ সালে ‘ধকড়’ ছবির মাধ্যমে। তার পর থেকে বারবার তাঁকে প্রত্যাখ্যান করেছে দর্শক।

Around The Web

Trending News

You May like