মুম্বই: সদ্য একটি সমীক্ষায় দীপিকা পাডুকোন, তাপসী পান্নু এবং রাধিকা মাদনকে টেক্কা দিয়ে কঙ্গনা রানাউত জিতে নিলেন এবছরের সেরা অভিনেত্রীর শিরোপা৷ ‘পাঙ্গা’ ছবিতে তাঁর অনবদ্য অভিনয়ের জন্য দর্শক তাঁকে বেছে নিলেন, সেরার সেরা হিসাবে৷
বছরের শুরুতে বিশ্বজুড়ে করোনা ভাইরাসের দাপটে বন্ধ হয়েছিল সিনেমাহলের দরজা, ক্ষতিগ্রস্ত সমস্ত ব্যবসা৷ বাদ যায়নি বলি দুনিয়াও৷ হলে ছবি প্রদর্শন বন্ধ হওয়ায় এবং দীর্ঘ আড়াই মাসের লকডাউন স্বাভাবিক পরিস্থিতিকে অনেকটাই জটিল করে তুলেছে৷ কয়েকজন ট্যালেন্টেড স্টারদেরও হারিয়েছে বলিউড৷ তবুও এর মধ্যেই ওটিটি প্লাটফর্মে বিভিন্ন ইন্টারনেট চ্যানেলে অনলাইনে মুক্তি পেয়েছে বেশ কিছু ছবি ও ওয়েব সিরিজ৷ বলা বাহুল্য, ওয়েব সিরিজ দেখার আধিক্যও দেখা যায় এই লকডাউনে৷ লকডাউনের আগের কিছু ছবিকে সামনে রেখেই দর্শকদের উদ্দেশ্যে একটি পোল আয়োজন করা হয়েছিল৷ যেখানে স্থান পেয়েছিল তাপসী পান্নু অভিনীত ‘থাপ্পড্’, দীপিকা পাডুকোনে অভিনীত ‘ছপ্পক’, আলিয়ার অভিনীত ‘জাওয়ানি জানেমন’, রাধিকা মাদন অভিনীত ‘আংরেজি মিডিয়ামে’র মতো ছবি৷ এই সার্ভেটি পুরোপুরিই দর্শকদের মতামত সংগ্রহে করা হয়েছে৷ যেখানে কঙ্গনা’র মহীয়ান পারফর্মেন্সের জন্য দর্শকরা তাকে বেছে নিয়েছেন৷ তিনি সর্বসাকুল্যে ৯৪% ভোট পেয়েছেন৷
‘পাঙ্গা’ ছবিটিতে কঙ্গনা একজন ভারতীয় মহিলা কবাডি টিমের খেলোয়ারের ভূমিকায় অভিনয় করেন৷ যিনি একজন সন্তানের জন্ম দেওয়ার পর খেলা ছেড়ে দেন৷ পরে আবার তাঁর ছেলের সঙ্গে চ্যালেঞ্জ লড়ে খেলা শুরু করেন৷ টিমকে ন্যাশনাল স্কোয়াডে পরিণত করেন৷ ছবিটি যদিও বক্স অফিসে ফ্লপ হিসাবে পরিচিত হয়েছিল৷ কিন্তু কঙ্গনা’র অভিনয়ের জন্য দর্শকের বিচারে তিনি সেরার সেরা৷