Aajbikel

লাড্ডুতে ঋতুস্রাব মিশিয়ে খাইয়েছিলেন কঙ্গনা! কালাজাদু জানেন নায়িকা?

 | 
কঙ্গনা

মুম্বই: বিতর্ক তাঁর নামের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে৷ বলিপাড়ায় নেপোটিজম থেকে শুরু করে রাজনৈতিক ইস্যু, বরাবরই রাখঢাক না রেখে সরব হয়েছেন তিনি। যত বারই গর্জে ওঠেছেন, তত বারই জন্ম নিয়েছে নতুন একটা বিতর্ক। বলিউডের ‘কন্ট্রোভার্সি কুইন’ কঙ্গনা রানাউতের একটি মন্তব্যে ফের হইচই পড়ল৷ যার জন্য ডাইনি তকমাও জুটল নায়িকার কপালে৷ কী এমন মন্তব্য করলেন কঙ্গনা? 

আরও পড়ুন- অমিতাভের সঙ্গে বৃষ্টিতে ভিজে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়, রাতভর কেঁদেছিলেন স্মিতা!

বলিউডের প্রথম সারির নায়িকাদের মধ্যে তিনি অন্যতম৷ বলিউডে কোনও গডফাদার না থাকা সত্ত্বেও নিজের জমি পাকা করেছেন নিজের দক্ষতায়৷ তাঁর রূপে মোহিত অগণিত ভক্ত৷ সম্প্রতি পুরনো দিনের একটি অভিজ্ঞতার কথা শেয়ার করেন কঙ্গনা। জানান, এক সংবাদপত্রের সম্পাদক তাঁকে ‘ডাইনি’ বলে সম্বোধন করেছিলেন। অতীতের সেই কাহিনি সবিস্তারে জানিয়েছেন বলিপাড়ার ‘ক্যুইন’। জানান ওই সম্পাদকের দাবি ছিল, তিনি নাকি বলিউডে সাফল্য পেতে কালাজাদু করেছিলেন৷ 

কঙ্গনা


সোশ্যাল মিডিয়ায় ধর্মগুরু সদগুরুর একটি ভিডিয়ো পোস্ট করেন অভিনেত্রী। ওই ভিডিয়োতে ধর্মগুরু বলেছিলেন, ২০০ বছর আগে আমাদের দেশে ডাইনি সন্দেহে মহিলাদের জীবন্ত পুড়িয়ে মারা হত। ইনস্টাগ্রামের স্টোরিতে এই ভিডিয়ো শেয়ার করেই কঙ্গনা লিখেছেন, ‘‘কারও কাছে যদি সুপার পাওয়ার থাকে, তা হলে তাকে ডাইনি বলা হবে...। আমাকেও এক সময় ডাইনি বলা হয়েছিল। তবে ওঁরা আমাকে পোড়াতে পারেনি৷’’ লেখার শেষে আগুনের ইমোজিও জুড়ে দেন কঙ্গনা৷

কঙ্গনা

অতীত অভিজ্ঞতার কথা জানিয়ে কঙ্গনা লিখেছেন, ‘‘২০১৬ সালে প্রথম সারির একটি সংবাদপত্রের সম্পাদক লিখেছিলেন, তাঁর তদন্তকারী সাংবাদিকরা নাকি আমার কালাজাদুবিদ্যা সম্পর্কে প্রমাণ পেয়েছেন! ওই সম্পাদকের আরও দাবি ছিল যে, আমি নাকি আমার ঋতুস্রাব লাড্ডুতে মিশিয়ে দীপাবলির উপহার হিসাবে সকলকে দিয়েছি।’’

ayan

তবে এসব শুনে চটেননি তিনি৷ বরং হেসেই খুন হয়েছেন৷  সে কথাও ইনস্টা স্টোরিতে উল্লেখ করেছেন৷ নায়িকার কথায়, ‘‘ওই দিনগুলি বেশ মজার ছিল।’’ তবে  খাবারে ঋতুস্রাব মেশানোর কথা জানিয়েছিলেন কঙ্গনার প্রাক্তন প্রেমিক অভিনেতা অধ্যয়ন সুমনও। তাঁর অভিযোগ ছিল, পানীয়ের মধ্যে ঋতুস্রাব মিশিয়ে খাইয়েছিলেন কঙ্গনা।
 

Around The Web

Trending News

You May like