পাঙ্গা নিতে মন দিয়ে কবাডি শিখছেন কঙ্গনা

মুম্বই : এবার মন দিয়ে কবাডি শিখছেন ক্যুইন। অভিনয় করার আগে নিজেকে মানিয়ে নেন কঙ্গনা রানওয়াত৷ আর তার জেরেই এই প্রশষিক্ষণ৷ তাঁর পরবর্তী সিনেমাতে কবাডি খেলোয়ারের ভূমিকায় দেখা যাবে কঙ্গনাকে৷ পরিচালক অশ্বিনী আইয়ার তিওয়ারির পরবর্তী ছবি পাঙ্গা৷ সেখানেই কঙ্গনা কবাডি খেলোয়ারের ভূমিকায় ধরা দেবেন৷ তাই প্রতিদিন শ্যুটিংয়ের সেটে কঠোর পরিশ্রম করছেন তিনি৷ পরিচালক অশ্বিনী ইনস্টাগ্রামে

পাঙ্গা নিতে মন দিয়ে কবাডি শিখছেন কঙ্গনা

মুম্বই : এবার মন দিয়ে কবাডি শিখছেন ক্যুইন। অভিনয় করার আগে নিজেকে মানিয়ে নেন কঙ্গনা রানওয়াত৷ আর তার জেরেই এই প্রশষিক্ষণ৷

তাঁর পরবর্তী সিনেমাতে কবাডি খেলোয়ারের ভূমিকায় দেখা যাবে কঙ্গনাকে৷ পরিচালক অশ্বিনী আইয়ার তিওয়ারির পরবর্তী ছবি পাঙ্গা৷ সেখানেই কঙ্গনা কবাডি খেলোয়ারের ভূমিকায় ধরা দেবেন৷ তাই প্রতিদিন শ্যুটিংয়ের সেটে কঠোর পরিশ্রম করছেন তিনি৷ পরিচালক অশ্বিনী ইনস্টাগ্রামে কঙ্গনার একটি সাদা-কালো ছবি শেয়ার করেছেন৷ লিখেছেন, আমরা কঠোর পরিশ্রম করছি৷ আগামী বছরের ২৪ জানুয়ারি মুক্তি পাবে এই ছবি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 5 =