মুম্বই: রিয়ার পর এবার কঙ্গনা রানাউতের বিরুদ্ধে উঠেছে মাদক চক্রে জড়িত থাকার অভিযোগ। এনিয়ে মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ জানিয়েছেন এই অভিযোগের তদন্ত করবে মুম্বই পুলিশ। মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী এমন মন্তব্য করার পর পালটা দিলেন কঙ্গনা। স্পষ্ট জানালেন তাঁর বিরুদ্ধে কোনও অভিযোগ প্রমাণিত হলে তিনি মুম্বই ছেড়ে চলে যাবেন।
সম্প্রতি এনিয়ে টুইট করেছেন অভিনেত্রী। টুইটারে তিনি লিখেছেন, তিনি মাদক নেন কিনা, তার জন্য পরীক্ষা করা হোক। তাঁর কল রেকর্ড চেক করা হোক। যদি বিন্দুমাত্র প্রমাণ হাতে আসে তবে তিনি মুম্বই ছেড়ে চলে যাবেন বলে চ্যালেঞ্জ ছুঁড়ে দেন কঙ্গনা।
I am more than happy to oblige @MumbaiPolice @AnilDeshmukhNCP please do my drug tests investigate my call records if you find any links to drug peddlers ever I will accept my mistake and leave Mumbai forever, looking forward to meet you 🙂 https://t.co/gs3DwcIOvP
— Kangana Ranaut (@KanganaTeam) September 8, 2020
null
এদিকে মঙ্গলবারই নিজের মন্তব্যের জন্য আইনি সমস্যায় জড়িয়েছেন কঙ্গনা। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের একটি প্রতিবেদনে বলা হয়েছে যে এক প্রাক্তন পুলিশকর্তা কঙ্গনাকে আইনি নোটিশ পাঠিয়েছেন। সেখানে কঙ্গনার সোশ্যাল মিডিয়া মন্তব্যগুলিকে উল্লেখ করা হয়েছে। কিছুদিন আগে অভিনেত্রী বলেছিলেন মুম্বইয়ে থেকে তাঁর মনে হয় তিনি পাক অধিকৃত কাশ্মীরে রয়েছেন। অভিনেত্রীর এমন পাকিস্তান অধিকৃত কাশ্মীর ও তালিবানদের সঙ্গে তুলনা করা বিষয়টিকে “মানহানি” বলে অভিহিত করেছেন ওই পুলিশকর্তা। এছাড়া কঙ্গনা মুম্বই, মহারাষ্ট্র পুলিশের বিরুদ্ধেও অভিযোগ করেছিলেন। তিনি হিমাচল প্রদেশ সরকারের থেকে বা সরাসরি কেন্দ্রের থেকে সুরক্ষা চেয়েছিলেন। তিনি জানিয়েছিলেন যে মুম্বই পুলিশের প্রতি তাঁর কোনও বিশ্বাস নেই। এই নিয়েও ওই নোটিশে উল্লেখ করা হয়েছে বলে খবর।
আরও পড়ুন: ‘মাদকাসক্তকে ভালবাসার খেসারত’, রিয়ার গ্রেফতারির পর বিস্ফোরক আইনজীবী
তাঁর আইনি নোটিশে প্রাক্তন ওই পুলিশ কর্মকর্তা কঙ্গনা রানাউতকে তাঁর মন্তব্যের ন্যায্যতা বা মানহানির জন্য “ক্ষতিপূরণ” দিতে প্রস্তুত থাকতে বলেছেন। যদিও ৯ সেপ্টেম্বর মুম্বই শহরে পৌঁছে কেন্দ্র থেকে কঙ্গনাকে ওয়াই প্লাস সুরক্ষা দেওয়া হয়েছে। এদিকে, শিবসেনার বিধায়ক প্রতাপ সারনায়েক সোমবার মহারাষ্ট্র বিধানসভায় এই অভিনেত্রীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য সর্বসম্মত প্রস্তাবের দাবি করেছেন। তিনি বলেছেন যে কঙ্গনা নিজের টুইটের মাধ্যমে মহারাষ্ট্র ও মুম্বাইয়ের ভাবমূর্তিকে ‘কলুষিত’ করেছেন। সারনায়েক সাংবাদিকদের বলেন, তিনি তার দাবিতে ডেপুটি স্পিকার নরহরি ঝিরওয়ালের কাছে একটি চিঠি জমা দিয়েছেন যেখানে তিনি রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখকে ২৪ ঘণ্টার মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং একটি প্রতিবেদন জমা দেওয়ার কথা বলেছেন। তিনি বলেছিলেন, নাগরিক, রাজনৈতিক নেতা ও সমাজকর্মীদের মতো বিভিন্ন বিভাগ রানাউতের এই মন্তব্যে ক্ষুব্ধ এবং তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করেছে। তবে এখনও পর্যন্ত কিছুই হয়নি।