FIR দায়ের হতেই পাল্টা কাঞ্চন, বললেন ২০ দিনের বেশি সংসারই করেননি পিঙ্কি

FIR দায়ের হতেই পাল্টা কাঞ্চন, বললেন ২০ দিনের বেশি সংসারই করেননি পিঙ্কি

কলকাতা:  অভিনেতা বিধায়ক কাঞ্চন মল্লিকের দাম্পত্য কলহে তোলপাড় টলিপড়া৷ এখানেও উঁকি দিয়েছে ত্রিকোণ প্রেমের গুঞ্জন৷ তৃতীয় ব্যক্তি হিসাবে উঠে এসেছে শ্রীময়ী চট্টোরাজের নাম৷ অভিযোগ শ্রীময়ীর সঙ্গে নাকি প্রেম করছেন কাঞ্চন৷ দাম্পত্য কলহের অভিযোগ উঠেছে পুলিশের খাতার৷ 

আরও পড়ুন- কোনও লুকোছাপা নয়, নিজের সিক্রেট ফাঁস করে দিলেন মিমি

রবিবার সকালে উত্তরপাড়ার বিধায়কের বিরুদ্ধে কাঞ্চন ও তাঁর বান্ধবী শ্রীময়ীর বিরুদ্ধে নিউ আলিপুর থানায় এফআইআর দায়ের করেন পিঙ্কি বন্দ্যোপাধ্যায়৷ অভিযোগ, শনিবার রাতে তাঁর উপর হামলা চালিয়েছেন কাঞ্চন ও শ্রীময়ী৷ ৮ বছরের ছোট্ট ছেলে কান্নায় ভেঙে পড়লেও তাতে তোয়াক্কা করেননি তিনি৷ প্রসঙ্গত, অনেক দিন আগেই বিয়ে হয়েছে পিঙ্কি ও কাঞ্চনের৷ গত ফেব্রুয়ারি মাসেও জুটিতে দিদি নম্বর ওয়ানের সেট জমিয়ে গিয়েছিলেন তাঁরা৷ সেই সময় ঘুণাক্ষরেও কেউ সম্পর্কের ফাটল খুঁজে পায়নি দর্শক৷ সেই এপিসোডের ক্লিপিংসও ভাইরাল হয়ে গিয়েছে নেট পাড়ায়৷ কিন্তু পিঙ্কি থানায় এফআইআর দায়ের করতেই স্ত্রীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন কাঞ্চন৷ 

অভিনেতার দাবি, ‘‘বিয়ের পর ২০ দিনের বেশি শ্বশুরবাড়িতে ঘর করেননি পিঙ্কি৷ বরং অসুস্থ শ্বশুর-শাশুড়িকে ফেলে চলে গিয়েছিলেন বাপের বাড়ি৷’’ কাঞ্চন বলেন, ‘‘পিঙ্কি বলেছিল আমার মায়ের সঙ্গে নাকি থাকা যায় না৷ আমি তা মেনে নিয়েছি৷ এর পর আমার মা অগ্নিদগ্ধ হয়েছে৷ আরও দু’বার মৃত্যুর মুখ থেকে ফিরেছেন৷ তার পর উনি চিরবিদায় নিয়েছেন৷ গত বছর আমার বাবারও মৃত্যু হয়েছে৷ কোনও সময়েই পিঙ্কিকে পাশে পাইনি৷’’ আর শ্রীময়ী প্রসঙ্গে কাঞ্চনের দাবি, অভিনয় সূত্রেই শ্রীময়ীর সঙ্গে আলাপ৷ শ্রীময়ী বেশ কয়েকবার তাঁর চেতলার বাড়িতেও গিয়েছে৷ পিঙ্কির সঙ্গে হৃদ্যতার কথা জানিয়েছেন শ্রীময়ীও৷

কিন্তু শ্রীময়ীর এই দাবি উড়িয়ে দিয়েছে পিঙ্কি৷ তাঁর দাবি, কাঞ্চনের সঙ্গে হৃদ্যতা থাকলেও, তাঁর সঙ্গে কোও হৃদ্যতা নেই৷ এমনকী তাঁর দাবি, তাঁদের একমাত্র সন্তানের ভরণপোষণের অর্থও ঠিকমতো দেন না কাঞ্চন৷ এদিকে কাঞ্চন একটি সাক্ষাৎকারে জানিয়েছেন, ‘‘ আমি এই পিঙ্কিকে চিনি না৷ যাঁর সঙ্গে ৯ বছর আগে আমার বিয়ে হয়েছিল৷ এবং যিনি আমার ৮ বছরের সন্তানের মা৷’’   পিঙ্কির বিরুদ্ধে চেতলা থানায় অভিযোগও দায়ের করেছেন কাঞ্চন৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one + fourteen =