৬ মার্চ গ্র্যান্ড রিসেপশন কাঞ্চন-শ্রীময়ীর, ওই দিন একে-অপরকে কী উপহার দেবেন নবদম্পতি?

৬ মার্চ গ্র্যান্ড রিসেপশন কাঞ্চন-শ্রীময়ীর, ওই দিন একে-অপরকে কী উপহার দেবেন নবদম্পতি?

kanchan-mullick-and-sreemoyee-chattorajs-reception

Kanchan Mullick

 কলকাতা: আইনি বিয়ে সেরে ফেলেছিলেন আগেই৷ গত শনিবার বাঙালি নিয়ম মেনে সাত পাকে বাঁধা পড়েন কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজ।

শ্রীময়ীর সিঁথিতে সিঁদুর পরিয়ে দেন কাঞ্চন। বিয়ের পরেই নাম বদল করে নেন শ্রীময়ী৷ তিনি এখন শ্রীময়ী চট্টরাজ মল্লিক। গত কাল ঘরোয়া ভাবে বৌভাতের অনুষ্ঠান সেরেছেন তারকা যুগল৷  শ্রীময়ীর হাতে ভাতকাপড়ের থালা তুলে দিয়ে তাঁর দায়িত্ব নিয়েছেন কাঞ্চন। নতুন স্ত্রীকে সোনার নোয়া বাঁধানো এবং সোনার চেন উপহারও দিয়েছেন অভিনেতা তথা তৃণমূল বিধায়ক। তবে এখানেই বিয়ের পর্ব শেষ নয়৷ ৬ মার্চ পার্ক স্ট্রিটের এক ব্যাঙ্কোয়েটে ঘটা করে রিসেপশনের আয়োজন করা হয়েছে৷ সে দিন একে-অপরকে বিশেষ উপহারও দিতে চলেছেন তাঁরা৷ কিন্তু কী সেই উপহার? 

এক বার আংটিবদল করে ফেলেছেন দু’জনে৷ তবুও রিসেপশনে ফের আংটি বদল করার পরিকল্পনা রয়েছে তাঁদের৷ আর সেটাই হবে বৌভাতেরই উপহার। তবে যে সে আংটি নয়, জানা গিয়েছে, কাঞ্চনকে একটি প্ল্যাটিনামের আংটি উপহার দেবেন শ্রীময়ী। কাঞ্চনও নববধূর অনামিকা সাজাবেন প্ল্যাটিনামের আংটিতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 3 =