কলকাতা: গত মঙ্গলবার কলকাতায় নজরুলমঞ্চে ছিল কেকে-লাইভ৷ কিন্তু, কে জানতে সেটাই হবে তাঁর জীবনের শেষ অনুষ্ঠান৷ হাসিমুখে কলকাতায় আসা কেকে ফিরেছেন কফিনবন্দি হয়ে৷ এদিকে তাঁর আকস্মিক মৃত্যুর ঠিক আগের দিন ফেসবুকে একটি ভিডিয়ো পোস্ট করেছিলেন সঙ্গীত শিল্পী রূপঙ্কর বাগচি৷ সেখানে তিনি প্রশ্ন করেছেলিন, ‘হু ইজ কেকে?’ এর পরেই কেকে-র আচমকা না ফেরার দেশে চলে যাওয়া৷ সোমবার যে পোস্ট ঘিরে সমালোচনা শুরু হয়েছিল, কেকে-র মৃত্যুর পর তা পরিণত হয় জনরোষেণ৷ এবার গোটা বিষয়টিকে এক সুতোয় গাঁথলেন শিল্পী কবীর সুমন৷ বলিউডের তারকা শিল্পীর উদ্দেশে শ্রদ্ধার্ঘ্য হিসাবে নতুন করে কথা বসালেন তাঁরই লেখা একটি পুরনো গানে৷ যে গানটি ‘জাতিস্মর’ ছবিতে গেয়েছিলেন রূপঙ্কর৷ কথা বদলে সেই গানে শুধুই কেকে-র আবেগ৷
আরও পড়ুন- করোনা আক্রান্ত বাদশা, করণ জোহরের জন্মদিনের পার্টিতেই সংক্রমিত শাহরুখ!
সোশ্যাল মিডিয়ায় কৃষ্ণকুমার কুন্নাথ ওরফে কেকে-র স্মৃতিতে একটি দীর্ঘ পোস্ট করেছেন কবীর সুমন। সেখানে তিনি লিখেছেন, ‘জাতিস্মর’-এর ‘এ তুমি কেমন তুমি’ গানটি তিনি ছবির জন্য লেখেননি। লিখেছিলেন একটি মেয়ের জন্য। তাঁর কথায়, ‘এ তুমি কেমন তুমি গানটি কোনও ছবির জন্য বানাইনি। বানিয়েছিলাম একটি মেয়ের জন্য, একটি বিশেষ ছবির সাউন্ডট্র্যাকে ব্যবহার হওয়ার ঢের আগে, অনেক আগে, ২০০৫ সালের এক গভীর রাতে, ফোনে মেসেজ করে করে। কোনও খাতায় বা পাতায় লিখিনি। হঠাৎ লিখতে শুরু করেছিলাম আমার ফোনে সরাসরি, আমার বুকে যত কান্না ধরা সম্ভব নয় তার চেয়েও বেশি কান্না নিয়ে, কীপ্যাড টিপে টিপে মেসেজ করে করে। তারপর সুর। – এক পরিচালক আবদার করে চেয়ে নেন গানটি তাঁর ছবির জন্য। স্নেহের জায়গা থেকে দিয়ে দিয়েছিলাম।’
কেকে-র সঙ্গে ব্যক্তিগত পরিচয় না থাকলেও, তাঁর এই চলে যাওয়া মেনে নিতে পারছেন না শিল্পী৷ তাই তিনি লিখলেন, ‘আমি শান্তি পাচ্ছি না। কিছুতেই না। শান্তি খুঁজতে খুঁজতে আজ আমি গানটার কথা, লিরিক পাল্টাতে শুরু করলাম। ঐ সুরে ছন্দে এই লিরিক সমান উপযুক্ত। অনেক বছর আগে এক রাতে আমি যেমন ফোনের কীপ্যাড টিপেটিপে একটি গান মেসেজ করে করে পাঠিয়েছিলাম একটি মেয়েকে আজ তেমনি কীপ্যাড টিপেই ঐ গানের সুরের ওপর নতুন কথা বসিয়ে দিলাম।’
নতুনগানের কথায় কবীরের কলমে কেকে বন্দনা৷ তিনি লেখলেন, ‘এ কেকে কেমন কেকে এই শহরে মরতে আসে/জেনে নাও কৃষ্ণকুমার এ-গান তোমায় ভালবাসে।’ কেকে-র চলে যাওয়ার সঙ্গে যে ভাবে আবেগে ভেসেছে আপামর বাঙালি, তা অনুভব করেই লিখলেন এই গান৷ যার পরতে পরতে শুধুই আবেগ৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>