কেকে’র ভুয়ো ‘দাদাসাহেব ফালকে’তে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী!

কেকে’র ভুয়ো ‘দাদাসাহেব ফালকে’তে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী!

নয়াদিল্লি: দাদাসাহেব ফালকে পুরস্কার জিতেছেন ভারতীয় সিনেমার অন্যতম জনপ্রিয় এবং দক্ষ অভিনেতা কে কে মেনন। এই খবর সোশ্যাল মিডিয়ায় নিজেই জানিয়েছিলেন অভিনেতা। যদিও এটি আসল দাদাসাহেব ফালকে পুরস্কার নয়! কিন্তু এই ঘটনায় ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চিঠি পাঠিয়ে অভিনেতাকে শুভেচ্ছা জানিয়েছেন। গোটা ঘটনায় তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে।

জানা গিয়েছে, ভারতীয় সিনেমার স্বনামধন্য অভিনেতা পেয়েছেন ‘দাদাসাহেব ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল’ পুরস্কার। এর সঙ্গে ‘দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ড’র কোন মিল নেই। আর এই বিষয়টিকে কেন্দ্র করেই যত বিতর্কের সৃষ্টি হয়েছে একইসঙ্গে জটিলতা। প্রশ্ন উঠতে শুরু করেছে, পুরো বিষয়টি খতিয়ে না দেখে কিভাবে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে অভিনেতাকে শুভেচ্ছা বার্তা পাঠানো হল। কেন শুভেচ্ছা বার্তা পাঠানোর আগে বিষয়টি খতিয়ে দেখা হল না। শুধুমাত্র দাদাসাহেব ফালকের নামাঙ্কিত পুরস্কার পাওয়ার জন্য কাউকে কি প্রধানমন্ত্রীর দপ্তর থেকে শুভেচ্ছা বার্তা জানানো হতে পারে, সেই নিয়েও প্রশ্ন। ইতিমধ্যেই কেন্দ্রীয় তথ্য এবং সম্প্রচার মন্ত্রী জানিয়ে দেওয়া হয়েছে এই ধরনের কোনো পুরস্কার তাদের তরফে দেওয়া হয়নি। 

উল্লেখ্য, দাদাসাহেব ফালকের নামে রয়েছে আরও দুটি পুরস্কার। একটি হল, ‘দাদাসাহেব ফালকে এক্সিলেন্স অ্যাওয়ার্ড’, অন্যটি হল ‘দাদাসাহেব ফালকে ফিল্ম ফাউন্ডেশন অ্যাওয়ার্ড’। অক্ষয় কুমার, শাহিদ কপূর, সোনম কপূর, ভূমি পেডনেকর এই সম্মান পেয়েছেন ইতিমধ্যেই। এবার ‘দাদাসাহেব ইন্টার্নেশনাল ফিল্ম ফেস্টিভাল আওয়ার্ড’ নিয়ে যত বিতর্কের সৃষ্টি হল। এমনকি নাম জড়িয়ে গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও! এই ঘটনায় প্রচন্ড আশ্চর্য হয়ে গিয়েছেন টলিউড থেকে বলিউডের একাধিক তারকা এবং স্বনামধন্য ব্যক্তিত্বরা। প্রসঙ্গত, কেন্দ্রীয় সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ‘দাদাসাহেব ফালকে’ পুরস্কারের তালিকায় রয়েছেন রাজ কপূর, সত্যজিৎ রায়, দিলীপ কুমার, মৃণাল সেন, সৌমিত্র চট্টোপাধ্যায়, অমিতাভ বচ্চন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *