সাংবাদিককে চড় মারার মামলায় আদালতে অরিজিৎ, অভিযুক্তের সঙ্গে সেলফি তুললেন বিচারক!

মুর্শিদাবাদ: আদালত চত্বরে সবেমাত্র পা রেখেছেন অভিযুক্ত৷ তাঁকে দেখামাত্রই হইহই রব। না রাগে ন৷ তাঁকে দেখার হিড়িক৷ অভিযুক্তকে দেখা মাত্র ছুটে আসেন খোদ বিচারক। ছুটে…

মুর্শিদাবাদ: আদালত চত্বরে সবেমাত্র পা রেখেছেন অভিযুক্ত৷ তাঁকে দেখামাত্রই হইহই রব। না রাগে ন৷ তাঁকে দেখার হিড়িক৷ অভিযুক্তকে দেখা মাত্র ছুটে আসেন খোদ বিচারক। ছুটে আসেন অন্যান্য আইনজীবীরাও। অভিযুক্তের সঙ্গে সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়েন সকলে৷ হবে নাই বা কেন৷ অভিযুক্ত যে বিশ্ব বিখ্যাত সঙ্গীতশিল্পী অরিজিৎ সিং। তা বলে সেলফি তুলতে ছুটছেন বিচারক! সোশ্যাল মিডিয়ায় সেলফির সেই ছবি ছড়িয়ে পড়তেই বিতর্কের ঝড়।

 

কোন মামলায় আদালতে এলেন অভিজিৎ? ২০১৩ সালের ঘটনা৷ এক সাংবাদিককে চড় মারার অভিযোগ ওঠে গায়কের বিরুদ্ধে। সেই সময় মুর্শিদাবাদের পুলিশ সুপার হুমায়ূন কবীর। ওই সাংবাদিক গায়কের বিরুদ্ধে বহরমপুর থানায় অভিযোগ দায়ের করেছিলেন। তার ভিত্তিতে পুলিশ অরিজিৎ-এর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৪১ ও ৩২৩ ধারায় মামলা রুজু করে। এফআইআর নম্বর ১১৯৯ । সেই মামলাটি এখনও মুর্শিদাবাদ জেলা সেকেন্ড জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচারাধীন। আর সেই বিষয়েই হাজিরা দিতে আদালতে গিয়েছিলেন অরিজিৎ৷ তখনই ঘটে এই কাণ্ড৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *