বন্ধ হচ্ছে ধারাবাহিক ‘জয় বাবা লোকনাথ’! সংঘাত চ্যানেল-প্রযোজক সংস্থার!

কলকাতা: করোনা পরিস্থিতিতে কোপ পড়েছে প্রতিটি ক্ষেত্রে। বাদ নেই টলিপাড়াও। এবার এই পরিস্থিতির মধ্যেই বন্ধ হতে চলেছে জনপ্রিয় ধারাবাহিক ‘জয় বাবা লোকনাথ’। টলিউডের অন্দরে গুঞ্জন, চ্যানেলের সঙ্গে প্রযোজনা সংস্থার মধ্যে মত বিরোধের কারণেই নাকি বন্ধ হয়েছে এই জনপ্রিয় ধারাবাহিক। বুধবার হয় এই ধারাবাহিকের শেষ পর্বের শুটিং। 

 

কলকাতা: করোনা পরিস্থিতিতে কোপ পড়েছে প্রতিটি ক্ষেত্রে। বাদ নেই টলিপাড়াও। এবার এই পরিস্থিতির মধ্যেই বন্ধ হতে চলেছে জনপ্রিয় ধারাবাহিক ‘জয় বাবা লোকনাথ’। টলিউডের অন্দরে গুঞ্জন, চ্যানেলের সঙ্গে প্রযোজনা সংস্থার মধ্যে মত বিরোধের কারণেই নাকি বন্ধ হয়েছে এই জনপ্রিয় ধারাবাহিক। বুধবার হয় এই ধারাবাহিকের শেষ পর্বের শুটিং। 

এমনিতেই করোনা পরিস্থিতিতে অনেক শিল্পী কাজ হারিয়েছেন। ন্যূনতম শিল্পীদের নিয়ে চলছে কাজ। প্রয়োজনের অতিরিক্ত একজনকেও সেটে উপস্থিত থাকতে দেওয়া হচ্ছে না। তবে এবার ধারাবাহিক বন্ধের ফলে অনেক শিল্পী ও কলাকুশলী কাজ হারালেন। অভিনেতা রাজা গোস্বামী বলেন, বুধবার যখন তিনি কল টাইম পান, তার সঙ্গেই খারাপ খবরটিও তাঁর কাছে এসে পৌঁছয়। জানতে পারেন বন্ধ হচ্ছে ‘জয় বাবা লোকনাথ’। সেদিনই শেষ শুটিং। ধারাবাহিকে তিনি শিবের চরিত্রে অভিনয় করেন। তবে এনিয়ে লোকনাথ চরিত্রের অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায় নিজেও যথেষ্ট মর্মাহত বলে জানান তিনি। 

শোনা যাচ্ছে প্রযোজনা সংস্থার ও চ্যানেলের মধ্যে সমস্যার কারণেই ঝাঁপ পড়ল ‘জয় বাবা লোকনাথ’। টলিউড অন্দরের খবর চ্যানেলে তিনটি ধারাবাহিক প্রযোজনা করার কথা ছিল প্রযোজনা সংস্থা এসভিএফের। কিন্তু অন্য চ্যানেলে ওই প্রযোজনা সংস্থা ‘প্রথমা কাদম্বিনী’ শুরু করে। এই নিয়েই প্রযোজনা সংস্থার সঙ্গে চ্যানেল কর্তৃপক্ষের সমস্যার সূত্রপাত। এর ফলেই এই প্রযোজনা সংস্থার তিনটি ধারাবাহিকের উপর পড়েছে কোপ। সেগুলি হল ‘বাঘবন্দি খেলা’, ‘ত্রিনয়নী’ ও ‘জয় বাবা লোকনাথ’। মাস খানেক আগে বন্ধ হয়েছে ‘ত্রিনয়নী’। ‘বাঘবন্দি খেলা’র শুটিং শুরু হয়নি। মনে করা হচ্ছিল এবার কোপ পড়বে ‘জয় বাবা লোকনাথ’-এর উপর। অনেকেই বলছিলেন ডিসেম্বরের আগেই হয়তো ধারাবাহিকটি বন্ধ হয়ে যাবে। কিন্তু এভাবে হবে, তা কেউ ভাবেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 1 =