৩ বছরও পেরয়নি বিয়ের বয়স! ঘর ভাঙছে জিতু-নবনীতার? বিচ্ছেদের জল্পনা তুঙ্গে

৩ বছরও পেরয়নি বিয়ের বয়স! ঘর ভাঙছে জিতু-নবনীতার? বিচ্ছেদের জল্পনা তুঙ্গে

কলকাতা: চলছে প্রেমের সপ্তাহ৷ চারিদিকে লাল গোলাপের সমাহার৷ এরই মধ্যে টলিপাড়ায় বিচ্ছেদের সুর৷ ঘর ভাঙতে চলেছে টলি তারকা জিতু ও নবনীতার৷ তাঁদের ডিভোর্সের খবরে মন খারাপ ভক্তদের৷ 

আরও পড়ুন- অভিনয় থেকে রাজনীতির সফর, জন্মদিনে মিমির অজানা কথা

প্রেমের মাসে শহরজুড়ে ছড়িয়ে ভালোবাসার উষ্ণতা৷ আকাশে-বাতাসে প্রেমের পরশ৷ রোজ ডে, প্রপোজ ডে, চকোলেট ডে, টেডি ডে, প্রমিস ডে, হাগ ডে-র পর আজ কিস ডে। আর রাত পোহালেই ভ্যালেন্টাইন্স ডে৷ প্রেমের এই সপ্তাহেই বিচ্ছেদের খবর৷ আলাদা হচ্ছেন জিতু-নবনীতা৷ গত বছরে একাধিক বিচ্ছেদ দখেছে টলিউড৷ আলাদা হয়েছেন নুসরত-নিখিল, দেবলীনা-তথাগত, অনুপম-পিয়া, ইন্দ্রনীল-বরখা, শ্রাবন্তী- রোশন৷ বছরের শুরুতেই বিচ্ছেদের পথে জিতু-নবনীতা?

জিতু

তাঁদের দাম্পত্যের বয়স এখনও ৩ বছর পেরয়নি৷ সোশ্যাল মিডিয়ায় কান পাতলেই এখন তাঁদের বিচ্ছেদের খবর৷  টেলিপাড়ার অতি পরিচিত ও জনপ্রিয় মুখ তাঁরা৷  অনীক দত্তর সত্যজিৎ হওয়ার পর থেকেই চর্চায় জিতু৷  এদিকে মহাপীঠ তারাপীঠ ধারাবাহিকে মা তারার ভূমিকায় দারুণ জনপ্রিয় নবনীতা দাস। টলিপাড়ার এই দম্পতির বিচ্ছেদের খবর মন ভেঙেছে তাঁর অনুরাগীদের। জানা গিয়েছে, একটি ধারাবাহিকে দুজনকে একসঙ্গে অভিনয়ের অফার দেওয়া হয়েছিল৷ কিন্তু সেই অফার তাঁরা ফিরিয়ে দিয়েছেন। 

জিতু

যাঁরা সর্বদা একে অপরের প্রেমে ডুবে থাকেন, তাঁরা বিচ্ছেদের পথে কেন? সেই উত্তর মেলেনি৷ তবে তাঁদের বিচ্ছেদের গুঞ্জন আগেও শোনা গিয়েছিল৷ সেবার এক সঙ্গে ঘুরতে গিয়ে সকলকে মিথ্যে প্রমাণ করেছিলেন দম্পতি৷ এবারও বিচ্ছেদ নিয়ে প্রশ্ন শুনে তাঁরা হতবাক৷ সাফ জানান, তাঁরা কোনও ধারাবাহিকের অফার পাননি৷ জিতু জানান, তিনি ছবির প্রচারে এখন খুবই ব্যস্ত৷ আর নবনীতা ব্যস্ত রয়েছে তাঁর ধারাবাহিক নিয়ে৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen + seventeen =