রেকর্ড অঙ্কে OTT-তে বিক্রি হল ‘জওয়ান’, কোথায়-কবে দেখা যাবে

রেকর্ড অঙ্কে OTT-তে বিক্রি হল ‘জওয়ান’, কোথায়-কবে দেখা যাবে

jawan

মুম্বই: মুক্তির দিন থেকেই একাধিক রেকর্ড ভেঙে নতুন রেকর্ড তৈরি করে দিয়েছে শাহরুখ খানের ‘জওয়ান’। বক্স অফিসে বিশ্বব্যাপী ইতিমধ্যেই ৫০০ কোটির ব্যবসা ছাড়িয়ে গিয়েছে এই ছবি, দেশের বক্স অফিসে পার করেছে ৩০০ কোটির ধাপ। আগামী কয়েক দিনে এই ছবি যে ‘গদর ২’ এবং ‘পাঠান’কেও ছাপিয়ে যাবে তা আলাদা করে বলতে হবে না। এই চমকপ্রদ ব্যবসার মাঝেই অনলাইন প্ল্যাটফর্মের জন্য বিক্রি হয়ে গেল ‘জওয়ান’। সেখানেও রেকর্ড অঙ্কে ছবিটির সত্ত্ব বিক্রি হয়েছে। 

২৫০ কোটি টাকায় ‘নেটফ্লিক্স’ কিনে নিয়েছে ‘জওয়ান’ ছবির সত্ত্ব। তবে কবে থেকে তা অনলাইনে দেখা যাবে সে বিষয়ে কিছু জানা যায়নি এখনও। এই মুহূর্তে ছবির যা ব্যবসা এবং আগামী দিনে যা হতে চলেছে তাতে হলফ করে বলা যায়, পুজোর নভেম্বর মাসের আগে কোনওভাবেই অনলাইনে দেখা যাবে না ‘জওয়ান’। আপাতত মাল্টিপ্লেক্স থেকে শুরু করে সিঙ্গেল স্ক্রিন মাতাচ্ছে কিং খানের এই ছবি। অতিমারির পর থেকে দক্ষিণী ছবির কাছে যে বলিউডকে মাথা নোয়াতে হয়েছিল, সেই বলিউডকে প্রায় একা হাতে চাগিয়ে তুলেছেন ‘বাদশা’। 

ছবি রিলিজের দিনই দেশের বক্স অফিসে মোট ৭৫ কোটির ব্যবসা করেছিল ‘জওয়ান’। শনিবার পর্যন্ত সেটাই সর্বোচ্চ আয় ছিল কোনও ভারতীয় সিনেমার। তবে রবিবারই সেই রেকর্ড ভেঙে যায়। ‘জওয়ান’ সব মিলিয়ে মোট দেশে ব্যবসা করে ৮০ কোটি ১ লক্ষ টাকার। রবিবার এখনও পর্যন্ত এক দিনের আয়ের নিরিখে সবচেয়ে বেশি কামাই করেছে এই সিনেমা। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen − fourteen =