jawan
মুম্বই: দু’সপ্তাহ হয়ে গিয়েছে ছবি মুক্তির। তবে বক্স অফিস কাঁপানো থামাচ্ছে না শাহরুখ খানের ‘জওয়ান’। থামানো তো দূর, বিশ্লেষকরা মনে করছেন আগামী কয়েক দিনে নতুন ইতিহাস সৃষ্টি করতে চলেছে এই ছবি। কারণ অল্প কিছু দিনের মধ্যেই ১০০০ কোটির গণ্ডি ছুঁয়ে ফেলবে অ্যাটলি পরিচালিত এই সিনেমা। আপাতত বিশ্বব্যাপী ৯৫০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে ‘জওয়ান’।
রেড চিলিজ-এর তরফে জানানো হয়েছে, এই মুহূর্তে বিশ্ব জুড়ে ‘জওয়ান’ মোট ব্যবসা করেছে ৯৫৩.৯৭ কোটি টাকা। অন্যদিকে, দেশের বক্স অফিসে শুধুমাত্র হিন্দি ভাষায় এই ছবির ব্যবসা দাঁড়িয়েছে ৪৮০.৫৪ কোটি টাকায়। তামিল এবং তেলেগু ভাষার ৫৫.৪৬ কোটি টাকা মেলালে ভারতীয় বক্স অফিসে এই ছবি ইতিমধ্যেই কামিয়ে নিয়েছে ৫৩৬ কোটি টাকা। অর্থাৎ দেশের মধ্যে মোট আয়ের নিরিখে এই সিনেমা পিছনে ফেলে দিয়েছে ‘বাহুবলী ২’, ‘গদর ২’-কে। তার সামনে শুধু আছে ‘পাঠান’, যেটি শাহরুখেরই সিনেমা।
আপাতত ভক্তকূল অপেক্ষা করছে কবে শাহরুখ খান তাঁর নিজের সবথেকে বড় রেকর্ড ভাঙবেন। অর্থাৎ ‘পাঠান’কে টপকে কবে ১১০০ কোটি ছোঁবে এই ছবি। বিশেষজ্ঞরা অবশ্য মনে করছেন, সেই দিন আর দেরি নেই। তাদের মতে, শুধু ‘পাঠান’-এর বক্স অফিস রেকর্ড ভাঙা নয়, ‘জওয়ান’ একদিকে দেশে ৬০০ কোটির ক্লাব খুলে দিতে পারে, অন্যদিকে বিশ্বব্যাপী ১২০০ কোটি টাকা ব্যবসা করে ভেঙে দিতে পারে কেজিএফ ২ এবং আরআরআর-এর রেকর্ডও।