Aajbikel

৬ দিনে ৬০০ কোটি! বক্স অফিসের সংজ্ঞা বদলাচ্ছে 'জওয়ান'

 | 
jawan

মুম্বই: মুক্তির দিন থেকেই একাধিক রেকর্ড ভেঙে নতুন রেকর্ড তৈরি করে দিয়েছে 'জওয়ান'। চলতি বছরে শাহরুখ খানের দ্বিতীয় ছবি বক্স অফিস দাপাচ্ছে আবারও। প্রথমে 'পাঠান', এখন 'জওয়ান', ভারতীয় বক্স অফিসে নতুন অঙ্ক সৃষ্টি করছে। ৫০০ কোটির ব্যবসা আগেই ছাড়িয়েছে এই ছবি। মুক্তির ৬ দিনে ৬০০ কোটি টাকার ব্যবসাও পার করে ফেলল 'জওয়ান'। সপ্তাহের প্রথম দু'দিনেও ভালোই টাকা কামিয়েছে অ্যাটলির এই সিনেমা। 

মাল্টিপ্লেক্স থেকে শুরু করে সিঙ্গেল স্ক্রিন মাতাচ্ছে কিং খানের এই ছবি। অতিমারির পর থেকে দক্ষিণী ছবির কাছে যে বলিউডকে মাথা নোয়াতে হয়েছিল, সেই বলিউডকে প্রায় একা হাতে চাগিয়ে তুলেছেন 'বাদশা'। আর পাঠানের পর জওয়ান আরও বড় প্রমাণ। ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ জানিয়েছেন, সোমবার শুধুমাত্র হিন্দিতে এই ছবি কামিয়েছে ৩০.৫০ কোটি টাকা, মঙ্গলবার তার ব্যবসা হয়েছে ২৪ কোটি। এদিকে এই দু'দিনে তামিল এবং তেলেগু মিলিয়ে জওয়ান আয় করেছে যথাক্রমে ২.৪২ কোটি এবং ২.৫২ কোটি টাকা। সব মিলিয়ে বিশ্বব্যাপী ৬২১.১২ কোটি টাকা ব্যবসা করে ফেলেছে এই ছবি। আর দেশের কথা বললে, ব্যবসা হয়েছে ৩৪৫.০৬ কোটি টাকার। 

ছবি রিলিজের দিনই দেশের বক্স অফিসে মোট ৭৫ কোটির ব্যবসা করেছিল ‘জওয়ান’। শনিবার পর্যন্ত সেটাই সর্বোচ্চ আয় ছিল কোনও ভারতীয় সিনেমার। তবে রবিবারই সেই রেকর্ড ভেঙে যায়। 'জওয়ান' সব মিলিয়ে মোট দেশে ব্যবসা করে ৮০ কোটি ১ লক্ষ টাকার। রবিবার এখনও পর্যন্ত এক দিনের আয়ের নিরিখে যে কোনও ছবির ন্যায় সবচেয়ে বেশি অর্থ তুলেছে এই সিনেমা। 

Around The Web

Trending News

You May like