Aajbikel

১১০০ কোটির গণ্ডিও পেরলো 'জওয়ান', সামনে আর কোন কোন ছবি

 | 
jawan

মুম্বই: মুক্তির পর ১ মাস কেটে গিয়েছে। কিন্তু বক্স অফিসে 'জওয়ান' ঝড় থামছে না। এখনও পর্যন্ত দেশ এবং বিদেশ মিলিয়ে ১ হাজার ১০০ কোটির গণ্ডিও পেরিয়ে গিয়েছে শাহরুখ খানের এই ছবি। 'পাঠান' এবং 'জওয়ান' করে পরপর দুটি ১০০০ কোটির বক্স অফিস দিয়েছেন 'কিং খান'। যদিও তিনি এখনও পিছিয়ে তিনজনের থেকে। তাদের রেকর্ড কি ভাঙতে পারবে অ্যাটলির এই ছবি? কৌতূহল বাড়তে শুরু করেছে। 

'রেড চিলিজ' আজ জানিয়েছে, বিশ্বব্যাপী ১,১১৭.৩৯ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে 'জওয়ান'। যার মধ্যে শুধু দেশে এই ছবির নেট কালেকশন ৬২৬.৩৭ কোটি টাকা। হিন্দি ভাষাতে এই ছবি উপার্জন করেছে ৫৬৬.৩৩ কোটি টাকা, আর তেলেগু-তামিলে ৬০.৪ কোটি টাকা। বিশ্বব্যাপী উপার্জনে 'জওয়ান' শাহরুখেরই 'পাঠান'কে টপকে গেলেও এখনও টপকানো বাকি 'আরআরআর', 'কেজিএফ ২', 'বাহুবলী ২' এবং 'দঙ্গল'কে। 'আরআরআর' এবং 'কেজিএফ ২' ছবির ব্যবসা ১২০০ কোটি টাকার ওপরে। 'বাহুবলী ২' ১৮০০ কোটি এবং 'দঙ্গল' ২২০০ কোটি টাকার ব্যবসা করেছিল। এখন দেখার 'জওয়ান'-এর দৌড় কতদূর হয়। 

প্রসঙ্গত, প্রাণনাশের হুমকি পেয়েছেন শাহরুখ খান। তার জন্য এখন থেকে ‘ওয়াই প্লাস’ ক্যাটাগরির নিরাপত্তা পাবেন তিনি। ‘জওয়ান’ এবং ‘পাঠান’ দু’টি ছবিই বিশ্বজোড়া বক্স অফিসে হাজার কোটির ক্লাবে নাম লিখিয়ে ফেলেছে। সেই সাফল্যই শাহরুখের প্রাণনাশের কারণ কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ৷ এত দিন পর্যন্ত বলিউড তারকার সঙ্গে দু’জন পুলিশ কনস্টেবল থাকতেন। ওয়াই প্লাস’ ক্যাটাগরি পাওয়ার ফলে সেই নিরাপত্তা ব্যবস্থায় আরও মজবুত করা হল৷  

Around The Web

Trending News

You May like