পরপর দুটি সিনেমা ১০০০ কোটি পার! ‘জওয়ান’ শাহরুখ ধরা-ছোঁয়ার বাইরে

পরপর দুটি সিনেমা ১০০০ কোটি পার! ‘জওয়ান’ শাহরুখ ধরা-ছোঁয়ার বাইরে

jawan

মুম্বই: নিন্দুকরা হয়তো ভাবছে, তিনি ৪ বছর ব্রেক কেন নিলেন! কারণ এই ব্রেকের পর শাহরুখ খান যেভাবে ফিরে এলেন তা কেউ কোনও দিন কল্পনা করতেও পারেনি। বছরের শুরুতে ‘পাঠান’ হয়ে বলিউডকে দিলেন দেশের প্রথম ৫০০ কোটির সিনেমা। বক্স অফিসে এই ছবি ব্যবসা করল ১০০০ কোটি। ঠিক তার ৮ মাস পর ‘জওয়ান’ হয়ে ফিরে এলেন তিনি। আর এসেই আবারও বাজিমাত। এই সিনেমাও দেশে ৫০০ কোটি, বিশ্বব্যাপী ১০০০ কোটির ব্যবসা করল। ‘কিং খান’ হয়ে গেলেন ভারতের একমাত্র অভিনেতা যিনি একই বছরে পরপর দুটি ১০০০ কোটির সিনেমা দিলেন। 

৭ সেপ্টেম্বর মুক্তি পেয়েছিল ‘জওয়ান’। আর আজ ২৫ সেপ্টেম্বর। এই ক’দিনের মধ্যেই দেশের বাজারে ছবি ব্যবসা ৫৫০ কোটি ছাড়িয়ে গিয়েছে। ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ জানান, এই মুহূর্তে শুধুমাত্র হিন্দি ভাষায় এই ছবির ব্যবসা দাঁড়িয়েছে ৫০৫.৯৫ কোটি টাকা। আর তামিল-তেলেগু মিলিয়ে ৫৭.২৬ কোটি টাকা। অর্থাৎ ভারতের মোট এই ছোব ব্যবসা করে ফেলেছে ৫৬৩.২১ কোটি। বোঝাই যাচ্ছে, আগামী কয়েক দিনের মধ্যেই ‘জওয়ান’ ভারতীয় বক্স অফিসে ৬০০ কোটি ক্লাব খুলতে চলেছে। এবার বিশ্বব্যাপী ব্যবসার দিকে নজর দিলে দেখা যাচ্ছে, ‘জওয়ান’ এই মুহূর্ত পর্যন্ত ওয়ার্ল্ড ওয়াইড বক্স অফিস কালেকশন করেছে ১০০৪.৯২ কোটি টাকা। অক্টোবরের শুরুতেই এই সিনেমা ‘পাঠান’ তো বটেই, কেজিএফ ২ এবং আরআরআর-কেও টপকে যাবে বলে মত বিশ্লেষকদের। 

২০২৩ সালে পরপর দুটি সিনেমা এইভাবে অল টাইম ব্লকবাস্টার করানো শাহরুখ খানের পরবর্তী ছবি ‘ডাঙ্কি’ নিয়েও চর্চা এখন থেকেই তুঙ্গে। কারণ আরও একটা আছে, তা হল রাজকুমার হিরানি। এখনও পর্যন্ত বক্স অফিসে তাঁর কোনও সিনেমা ফ্লপ হয়নি। তাই এই জুটি দেখার অপেক্ষায় গোটা দেশ এবং সিনেমাপ্রেমীরা। অনেকের ধারনা, এই ছবিও ১০০০ কোটির ব্যবসা করবে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 1 =