Aajbikel

এক দিনে আয়ের সর্বকালীন রেকর্ড করল 'জওয়ান', দ্রুততম ২৫০ কোটি দেশে

 | 
jawan

মুম্বই: নজির তৈরি হয় ভাঙার জন্য। ঠিক। কিন্তু তা বলে ৯ মাসের মধ্যেই কোনও নজির ভাঙাও একটা নজির বটে। তাও আবার শাহরুখ খান নিজের রেকর্ড নিজেই ভেঙে এমন রেকর্ড করলেন তা কেউ কল্পনা করতে পারে না। চলতি বছরই জানুয়ারি মাসে মুক্তি পাওয়া 'পাঠান' একাধিক নতুন রেকর্ড বানিয়েছিল। তখন থেকেই দাবি ছিল, এই রেকর্ড একমাত্র কিং খান ছাড়া কেউ ভাঙতে পারবে না। সেটাই হল সেপ্টেম্বর মাসে। সর্বকালীন রেকর্ড সৃষ্টি করল তাঁরই ছবি 'জওয়ান'। রবিবার এক দিনের আয়ের নিরিখে সবচেয়ে বেশি কামাই করেছে এই সিনেমা। 

'জওয়ান' প্রথম দিনে দেশের বক্স অফিসে সব মিলিয়ে কামিয়েছিল ৭৫ কোটি টাকা। এতদিন সেটাই সর্বোচ্চ আয় ছিল কোনও সিনেমার। রবিবার সেই রেকর্ড ভেঙে গেল। কারণ গতকাল 'জওয়ান' সব মিলিয়ে মোট দেশে ব্যবসা করেছে ৮০ কোটি ১ লক্ষ টাকা! বলিউডের ইতিহাসে এক দিনে এটিই সর্বোচ্চ আয়। রিপোর্ট বলছে এর মধ্যে প্রায় ৭২ কোটি এসেছে শুধুমাত্র হিন্দি ভাষা থেকেই। ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ জানিয়েছেন, 'জওয়ান' শেষ চারদিনে শুধু হিন্দিতে কামিয়েছে যথাক্রমে ৬৫.৫০ কোটি, ৪৬.২৩ কোটি, ৬৮.৭২ কোটি এবং ৭১.৬৩ কোটি, মোট ২৫২.০৮ কোটি টাকা। অন্যদিকে তামিল এবং তেলেগু ভাষা মিলিয়ে যথাক্রমে ৯.৫০ কোটি, ৭ কোটি, ৯.১১ কোটি এবং ৮.৪৭ কোটি, মোট ৩৪.০৮ কোটি টাকা। তাহলে হিসেব অনুযায়ী, এই মুহূর্তে দেশে 'জওয়ান' উপার্জন করে নিয়েছে ২৮৬.১৬ কোটি টাকা। 

এই হিসেবেই শাহরুখ খানের এই ছবি তৃতীয় দিনেই ২০০ কোটির ক্লাবে নিজের জায়গা করে ফেলেছিল, চতুর্থ দিনে ২৫০ কোটির ক্লাবে ঢুকে গিয়েছে দেশের মধ্যেই। এর আগে 'পাঠান' এই নজির করেছিল, ৫ দিনে ২৫০ কোটি টাকা ঘরে তুলে। আপাতত বক্স অফিস যা বলছে তাতে 'জওয়ান' অনায়াসে 'পাঠান' ছবির ১০০০ কোটির রেকর্ড ভেঙে দিতে পারে। 

Around The Web

Trending News

You May like