Aajbikel

মুক্তির দ্বিতীয় দিনেও রেকর্ড করল 'জওয়ান', ব্যবসা ৫০ কোটি

 | 
jawan

মুম্বই: যা হওয়ার তাই হল। মুক্তির দ্বিতীয় দিনেও নতুন রেকর্ড করে দেখিয়ে দিল শাহরুখ খানের 'জওয়ান'। অনেকেই ভেবেছিলেন শুক্রবার সেই অর্থে ব্যবসা করতে পারবে না এই ছবি। কারণ এটি আদ্যপ্রান্ত কাজের দিন। কিন্তু না। নামটা যখন শাহরুখ খান তখন সবই সম্ভব। মুক্তির দ্বিতীয় দিনে তাঁর ছবি 'জওয়ান' দেশে ৫০ কোটির বেশি ব্যবসা করেছে। 

'জওয়ান' প্রথম দিনে দেশের বক্সঅফিসে কামিয়েছে ৭৫ কোটি টাকা এবং বিশ্বজুড়ে আয় করেছে ১২৯.৬ কোটি টাকা। আর দ্বিতীয় দিনে যা ব্যবসা করল তাতে অবাক হতেই হয়। ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ জানিয়েছেন, শুক্রবার শুধু হিন্দি ভাষায় 'জওয়ান' ব্যবসা করেছে ৪৬.২৩ কোটি টাকা এবং তামিল আর তেলেগু ভাষা মিলিয়ে করেছে ৭ কোটি টাকার ব্যবসা। অর্থাৎ দেশে মোট ব্যবসা করেছে ৫৩.২৩ কোটি টাকা। সব মিলিয়ে শুধু দু'দিনেই 'জওয়ান' ভারতে ১২৮.২৩ কোটি টাকার ব্যবসা সেরে ফেলেছে। শনিবার এবং রবিবার যে আরও মারাত্মক হাল হতে চলেছে বক্স অফিসের তা বলাই বাহুল্য। 

দেশ ছাড়াও বিদেশের মাটিতেও ফাটিয়ে ব্যবসা করছে কিং খানের এই নতুন ছবি। ইতিমধ্যেই উপার্জন ১৫০ কোটি টাকা ছাড়িয়ে গিয়েছে। আগামী দিনে তা কোথায় গিয়ে দাঁড়ায় সেটা দেখার। আরও একটি বিষয়, 'জওয়ান' শাহরুখেরই আগের ছবি 'পাঠান'কে টক্কর দিতে পারবে কিনা সেটাও দেখতে হবে। ওই ছবি বিশ্বব্যাপী ১০০০ কোটি টাকার ওপর ব্যবসা করেছিল। তবে আপাতত বক্স অফিস যা বলছে তাতে 'জওয়ান' অনায়াসে এই রেকর্ড ভেঙে দিতে পারে। 

Around The Web

Trending News

You May like