Aajbikel

'পাঠান' কাবু 'জওয়ান' ঝড়ে! শাহরুখকে হারালেন খোদ শাহরুখ

 | 
jawan_pathaan

মুম্বই: চার বছর পর বড় পর্দায় কামব্যাক করেছিলেন তিনি। গত জানুয়ারি মাসে মুক্তি পেয়েছিল তাঁর ছবি 'পাঠান'। বীভৎস বয়কট ট্রেন্ড, নেতিবাচক মন্তব্য সত্ত্বেও সেই ছবি বক্স অফিস কাঁপিয়েছিল। ১০০০ কোটির ব্যবসা তো করেইছিল, প্রথম দিন রেকর্ড উপার্জন করেছিল এই ছবি। তবে শাহরুখ খান নিজের রেকর্ড নিজেই ভাঙলেন। সদ্য মুক্তি পাওয়া তাঁর এই বছরের দ্বিতীয় ছবি 'জওয়ান' তা করে দিল। এক কথায়, শাহরুখ হারালেন নিজেকেই। 

মুক্তির প্রথম দিনে জাতীয়স্তরে ‘পাঠান’-এর কামাই ছিল ৫৭ কোটি টাকা। আর বিশ্বজুড়ে এই ছবি আয় করেছিল ১০৬ কোটি। তবে ৮ মাসের মধ্যেই সেই রেকর্ড খতম। নেপথ্যে কিং খান নিজেই। তাঁর 'জওয়ান' প্রথম দিনে দেশের বক্সঅফিসে কামিয়েছে ৭৫ কোটি টাকা এবং বিশ্বজুড়ে আয় করেছে ১২৯.৬ কোটি টাকা। বিরাট বড় মার্জিনে 'পাঠান' কুপোকাত হয়েছে 'জওয়ান'-এর কাছে। এবার দেখার ‘পাঠান’-এর ১০০০ কোটির ক্লাবে এই ছবি ঢুকতে পারে কিনা। এমন যদি হয়, তাহলে শাহরুখ খান হবেন দেশের একমাত্র অভিনেতা যার পর পর দুটি ছবি এই অর্থ উপার্জন করবে বক্স অফিসে। 

অ্যাটলি পরিচালিত 'জওয়ান' এই মুহূর্তে ভারতীয় বক্স অফিসে তুফান এনেছে বলা যায়। একসঙ্গে প্রায় ১২টি সিনেমার রেকর্ড একাই ভেঙে দিয়েছে সে ইতিমধ্যে। আগামী কয়েকদিনে যে আরও রেকর্ড ভাঙা এবং গড়া হবে, তা এখন থেকেই বোঝা যাচ্ছে। নেটিজেনরা এখনই এই ছবিকে 'অল টাইম ব্লকবাস্টার' ঘোষণা করে দিয়েছে।

Around The Web

Trending News

You May like