১ লক্ষের ওপর টিকিট বিক্রি কয়েক ঘণ্টায়! বক্স অফিসে শুরু ‘জওয়ান’ ঝড়

১ লক্ষের ওপর টিকিট বিক্রি কয়েক ঘণ্টায়! বক্স অফিসে শুরু ‘জওয়ান’ ঝড়

jawan

মুম্বই: বছরের শুরুতে ‘পাঠান’ নিয়ে এসে ভারতীয় বক্স অফিসে তুফান এনেছিলেন শাহরুখ খান। তাঁর কামব্যাক ছবি একাধিক রেকর্ড তৈরি করে হাজার কোটির বক্স অফিস কালেকশন করে। তারপর থেকেই প্রশ্ন উঠে গিয়েছিল যে, এই রেকর্ড কে ভাঙবে। সেই সময় থেকেই বলা হচ্ছিল, শাহরুখের রেকর্ড ভাঙতে পারেন একমাত্র শাহরুখ খানই। বাস্তবে হয়তো সেটাই হতে চলেছে। কিং খানের বহু প্রতীক্ষিত ছবি ‘জওয়ান’-এর অ্যাডভান্স বুকিং শুরু হতেই দেশে আলোড়ন সৃষ্টি হয়েছে। কয়েক ঘণ্টাতেই ১ লক্ষের ওপর টিকিট বিক্রি হয়ে বলে খবর। 

ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, প্রথম দিনের জন্য ‘জওয়ান’ ইতিমধ্যেই ন্যাশেনাল চেইন্সে যেমন পিভিআর, আইনক্স এবং সিনেপোলিস মিলিয়ে ১ লক্ষ ৩৮ হাজারের ওপর টিকিট বিক্রি করেছে। তিনি স্পষ্ট জানিয়েছেন, বক্স অফিসে সুনামি আসতে চলেছে। অন্যদিকে একটি টিকিট বিক্রির ওয়েবসাইট অনুযায়ী, দেশের নানা সিনেমাহলে জওয়ানের টিকিটের সর্বোচ্চ দাম ২ হাজার ৪০০ টাকা পর্যন্ত পৌঁছে গিয়েছে। তাই বিশেষজ্ঞরা অনুমান করছেন, বক্স অফিসে ‘পাঠান’কে হেলায় হারাবে ‘জওয়ান’। এমনকি প্রথম দিনে ছবির সব মিলিয়ে বক্স অফিস কালেকশন ১০০ কোটি ছুঁয়ে ফেলতে পারে বলেও দাবি করা হচ্ছে। কেউ কেউ আবার বলছেন, তা ১০০ কোটি ছাড়িয়ে যাবে। 

ভারতীয় দর্শক ‘পাঠান’-এর পর ‘জওয়ান’ নিয়েই সবথেকে বেশি উচ্ছ্বসিত ছিল নতুন রেকর্ড গড়ার ক্ষেত্রে। কিন্তু মাঝে সানি দেওয়ল অভিনীত ‘গদর ২’ সব প্রত্যাশা ছাপিয়ে গিয়েছে। ইতিমধ্যেই এই ছবি ৪৮০ কোটির ওপর ব্যবসা করেছে। অনেকেই ভাবছিলেন যে, এই ছবিই হয়তো ‘পাঠান’কে টপকে যেতে পারে। কিন্তু ‘জওয়ান’ যে ঝড় এখনই শুরু করেছে তাতে তা আর সম্ভব নয় বলেই ধারনা। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 + 4 =