‘খতরোঁ কি খিলাড়ি’র পর এবার কমেডিতে ভাগ্য পরীক্ষা করতে চান জেসমিন ভাসিন

দীর্ঘ লকডাউনের পরে বিনোদন জগ আবার ওয়ার্ক-মোডে ফিরে এসেছে। ফের কাজ শুরু করা নিয়ে অভিনেত্রী জেসমিন ভাসিন অতি উত্তেজিত। তিনি 'খতরোঁ কি খিলাড়ি' রিয়ালিটি শোয়ে অংশ গ্রহণ করেন এবার আরও একবার তিনি এই শোয়ের অংশ গ্রহণ করতে চলেছেন। জেসমিন বলেন, “আমি খতরোঁ কি খিলাড়িতে অংশ গ্রহণ করেছিলাম কারণ আমার জীবনে সেটি প্রথম অভিজ্ঞতা ছিল। আর্জেন্টিনায় শুট হয়েছিল। এই শো আমাকে একজন মানুষ হিসাবে অনেক পালটে দিয়েছিল। আমি সবসময় বলেছি যে যখনই আবার সুযোগ পাব, অবশ্যই আমি আবার সেখানে অংশ গ্রহণ করব। আমি দ্বিতীয় সুযোগ পেয়েছি। আমি ভাগ্যবান।”

 

মুম্বই: দীর্ঘ লকডাউনের পরে বিনোদন জগ আবার ওয়ার্ক-মোডে ফিরে এসেছে। ফের কাজ শুরু করা নিয়ে অভিনেত্রী জেসমিন ভাসিন অতি উত্তেজিত। তিনি 'খতরোঁ কি খিলাড়ি' রিয়ালিটি শোয়ে অংশ গ্রহণ করেন এবার আরও একবার তিনি এই শোয়ের অংশ গ্রহণ করতে চলেছেন। জেসমিন বলেন, “আমি খতরোঁ কি খিলাড়িতে অংশ গ্রহণ করেছিলাম কারণ আমার জীবনে সেটি প্রথম অভিজ্ঞতা ছিল। আর্জেন্টিনায় শুট হয়েছিল। এই শো আমাকে একজন মানুষ হিসাবে অনেক পালটে দিয়েছিল। আমি সবসময় বলেছি যে যখনই আবার সুযোগ পাব, অবশ্যই আমি আবার সেখানে অংশ গ্রহণ করব। আমি দ্বিতীয় সুযোগ পেয়েছি। আমি ভাগ্যবান।”

আরও পড়ুন: কীভাবে বাড়বে ত্বকের সৌন্দর্য? ভক্তদের অনুরোধে রহস্য খুললেন নেহা

লকডাউনের পর নতুন করে আবার কাজ শুরু নিয়েও প্রশ্ন করা হয়েছিল জেসমিনকে। তিনি জানান, “নতুন করে শুটিং শুরু নিয়ে কিছুটা আশঙ্কায় ছিলাম। তবে অনেকদিন ধরে আমি চ্যানেল এবং প্রযোজনা সংস্থাকে চিনি। আমি জানি যে ওরা আমাদের যত্ন নেবে। আমার মনে হয় করোনা আমাকে যে কোনও জায়গায় সংক্রমিত করতে পারে। শুধু শুটিং সেটেই যে সংক্রমিত হব, এমন তো কথা নেই। তাই কাজ শুরু করব না কেন? এখান থেকে আমি সবচেয়ে বেশি সুখ পাই। এই কদিন কাজকে খুব মিস করেছি। খুব প্রার্থনা করেছিলাম যাতে ভাইরাস দূর হয় আর আমরা আমাদের কাজ শুরু করতে পারি। আমি আমার কর্মক্ষেত্রে ফিরতে পেরে খুব খুশি। তবে হ্যাঁ। আমি খুব সচেতন এবং দায়বদ্ধ থাকব। শুধু নিজের জন্য নয়, অন্যদের জন্যওI বিষয়টি সত্যিই খুব সিরিয়াস।”

আরও পড়ুন: ফের 'কৃষ্ণকলি'র সেটে করোনার হানা, আক্রান্ত নিখিল

এই অভিনেত্রী বলছেন যে 'খতরোঁ কি খিলাড়ি'তে অংশ নেওয়ার পর ভায়কে অনেক সামনে থেকে দেখেছেন তিনি। “অনেকগুলি স্টান্ট রয়েছে। যার অনেকগুলোয় আমি বেশ ভয় পাই। যেমন ইলেকট্রিক শক, সাপের সঙ্গে স্টান্ট ইত্যাদি। আমি সাঁতারু নই। তাই জলে স্টান্ট নিয়ে আমার বেশ ভয় কাজ করে।” জেসমিন সম্প্রতি কৌতুক অভিনেতা ভারতী সিংয়ের সঙ্গে একটি কমেডি শো করেছেন। সেটে তাঁরা যে দুর্দান্ত সময় কাটিয়েছেন সেকথাও জানান তিনি। বলেন, “ভারতীর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা দুর্দান্ত। আমি এই প্রথম কোনও স্ক্রিপ্টেড কমেডি করলাম। ভবিষ্যতে আরও কমেডি অনুষ্ঠানে যোগ দেওয়া বা কমেডি ছবি করার চেষ্টা করব।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen + 20 =