Aajbikel

অতীত জেনেও নিতেন দামি উপহার, জ্যাকলিনের জন্য শ্রীলঙ্কায় বাড়ি, মুম্বইয়ে বাংলো কিনেছিলেন সুকেশ

 | 
জ্যাকলিন

মুম্বই:  আরও বিপাকে অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ৷ ২০০ কোটি তছরুপ মামলায় বুধবার অভিনেত্রীর বিরুদ্ধে অতিরিক্ত চার্জশিট দায়ের করল ইডি৷ ওই চার্জশিটে বলা হয়েছে, ঠগবাজ সুকেশ চন্দ্রশেখরের অপরাধের ইতিহাস জ্যাকলিনের অজানা ছিল না। সব জেনেই সুকেশের দেওয়া দামী উপহার উপভোগ করতেন জ্যাকলিন৷ শুধু তাই নয়, মিথ্যে গল্প সাজিয়ে তিনি কয়েকশো কোটির আর্থিক প্রতারণার তদন্তকে বিপথে চালনা করার চেষ্টা করেছিলেন।

আরও পড়ুন- শরীরে নেই একটা সুতোও, স্রেফ তবক মেখে ক্যামেরায় সামনে ধরা দিলেন উরফি জাভেদ


আর্থিক প্রতারণা-কাণ্ডে মূল অভিযুক্ত সুকেশ জ্যাকলিনের জন্য কী কী কিনেছিলেন শুনলে অনেকেই চমকে যাবেন৷ শ্রীলঙ্কার এই সুন্দরীর জন্য দ্বীপরাষ্ট্রে কোটি টাকার বাড়ি, মুম্বইয়ের জুহু অঞ্চলে একটি দামি বাংলো অগ্রিম টাকা দিয়ে কিনেছিলেন তিনি৷ এই সবকিছু উল্লেখ করা হয়েছে ইডির রিপোর্টে৷ 

ইডির তদন্ত রিপোর্টে উঠে এসেছে আরও অনেক তথ্য৷ জানা গিয়েছে, সুকেশ চন্দ্রশেখর তাঁর সহকারী পিঙ্কি ইরানিকে দায়িত্ব দিয়েছিলেন তিনি যেন জ্যাকলিনের সঙ্গে তাঁর আলাপ করিয়ে দেন। শহরের দামি অঞ্চলে বাড়ি কেনার পরিকল্পনাও পিঙ্কির সঙ্গে ভাগ করেছিলেন সুকেশ। এই জন্য সহকারীকে  কোটি টাকা বেতনও দেন সুকেশ৷ 

এদিকে, ইডির জেরার মুখে জ্যাকলিন বলেন,  তিনি সুকেশকে ওতটাও ঘনিষ্ঠভাবে চিনতেন না। তবে ইডির চার্জশিটে বলা হয়েছে, সুকেশের বিরুদ্ধে মামলাগুলির সম্পর্কে তিনি অবগত ছিলেন না বলে জ্যাকলিন যে দাবি করেছেন, তা সম্পূর্ণ মিথ্যে। তিনি সুকেশের অতীত সম্পর্কে খুব ভালো মতোই ওয়াকিবহাল ছিলেন৷ শুধু তাই নয়, সুকেশ যে বিবাহিতা, ২০১১ সালে লীনা মারিয়া পল নামক এক মহিলার সঙ্গে তাঁর বিয়ে হয়, সে সম্পর্কেও জ্ঞাত ছিলেন জ্যাকলিন। সমস্ত বিষয় জানা সত্ত্বেও তিনি সুকেশের অপরাধমূলক কাজগুলিকে গুরুত্ব না দিয়ে তাঁর সঙ্গে সম্পর্কে থেকেছেন৷ তাঁর থেকে দামী উপহার ভোগ করেছেন৷

ইডির চার্জশিটে এও বলা হয়েছে, “জ্যাকলিন সুকেশের সম্পর্কে সবকিছু জানার পরেও তাঁর থেকে নানা ধরনের আর্থিক সুবিধা নিতেন, যা সুকেশের অপরাধমলক কার্যকলাপ থেকেই উপার্জিত অর্থের অংশ।”

প্রসঙ্গত, ২০০ কোটির তোলাবাজির মামলার প্রধান অভিযুক্ত ব্যবসায়ী সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে সম্পর্কের জেরে এই মামলায় নাম জড়ায় জ্যাকলিনের৷  চলতি মাসেই অভিযুক্ত হিসাবে তাঁর নাম উল্লেখ করে ইডি।  ইতিমধ্যেই ইডির জেরায় অভিনেত্রী কবুল করেছেন যে, সুকেশের কাছ থেকে তিনি ৫টি দামি ঘড়ি, ২০টি মূল্যবান গয়না, ৬৫ জোড়া জুতো, ৪৭টি দামি পোশাক, ৩২টি ব্যাগ, ৪ টি হার্মিস ব্যাগ (বিদেশি ব্রান্ড), ৯টি পেইন্টিং ও ভার্সাচির একটি ডিনার সেট উপহার হিসাবে পেয়েছিলেন৷ 

Around The Web

Trending News

You May like