অ্যান্টনি ফিরিঙ্গির বদলে মির্জা গালিব, হিন্দিতে আসছে ‘জাতিস্মর’

মুম্বই: ফের বলিউডে পাড়ি দিচ্ছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। 'বেগম জান'-এর পর তিনি যে ছবিটি বানাতে চলেছেন সেটি হল 'জাতিস্মর'-এর রিমেক। 'বেগমজান' ছিল 'রাজকাহিনী' ছবির হিন্দি রিমেক। এবার সেই একই পথে হাঁটতে চলেছেন সৃজিত।

মুম্বই: ফের বলিউডে পাড়ি দিচ্ছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। ‘বেগম জান’-এর পর তিনি যে ছবিটি বানাতে চলেছেন সেটি হল ‘জাতিস্মর’-এর রিমেক। ‘বেগমজান’ ছিল ‘রাজকাহিনী’ ছবির হিন্দি রিমেক। এবার সেই একই পথে হাঁটতে চলেছেন সৃজিত।

বুধবার পরিচালক জানিয়েছেন জাতীয় পুরস্কারজয়ী ছবি ‘জাতিস্মর’ হিন্দিতে বানাবেন তিনি। তবে এখানে অ্যান্টনি ফিরিঙ্গির বদলে আসবেন মির্জা গালিব। তাঁর পুনর্জন্মের কাহিনিই দেখা যাচ্ছে এই ছবিতে। ছবির জন্য গান লিখছেন গুলজার আর সুর দিচ্ছেন এ আর রহমান। ছবির নামও ঠিক হয়ে গিয়েছে- ‘হ্যায় ইয়েহ ওহ আতিশ গালিব’।

২০১৪ সালে মুক্তি ‘জাতিস্মর’। ছবিটি পরিচালনা করেছিলেন সৃজিত মুখোপাধ্যায়। প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, যিশু সেনগুপ্ত এবং স্বস্তিকা মুখোপাধ্যায়। ছবিটি একাধিক বিভাগে জাতীয় পুরস্কার পেয়েছিল। ‘এ তুমি কেমন তুমি’ গানের জন্য জাতীয় পুরস্কার পেয়েছিলেন গায়ক রূপঙ্কর বাগচি। এছাড়া সেরা সংগীত পরিচালকের পুরস্কার ছিনিয়ে নিয়েছিলেন কবীর সুমন। সেরা কস্টিউম ডিজাইনার হিসেবে শ্রাবণী দাস এবং সেরা মেকআপ আর্টিস্ট হিসেবে বিক্রম গায়কোয়াড় জাতীয় পুরস্কার পান। সেই ছবিরই এবার হিন্দি রিমেক হতে চলেছে।

বুধবার সৃজিত জানিয়েছেন, মাস কয়েক আগে একটি জুম কলে তিনি এ আর রহমানকে ‘জাতিস্মর’ ছবির হিন্দি অ্যাডাপ্টেশনের প্রস্তাব দিয়েছিলেন। তখনই জানিয়েছিলেন অ্যান্টনি ফিরিঙ্গির বদলে মির্জা গালিবের গল্প নিয়ে তৈরি হবে ছবি। সেই স্বপ্ন বাস্তবায়িত হয়েছে। শোনা গিয়েছে, ছবিতে মোট ৯টি গান থাকবে এবং সেগুলি লিখবেন গুলজার। গানগুলিতে সুর দেবেন এ আর রহমান। বোঝাই যাচ্ছে সৃজিত-গুলজার-রহমানের মেলবন্ধন আর একবার জাতীয় পুরস্কারের দরজায় কড়া নাড়তে পারে। তবে ছবিতে কে বা কারা অভিনয় করবেন তা এখনও ঠিক হয়নি। জানা যায়নি প্রযোজকের নামও। তার জন্য আর একটু অপেক্ষা করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *