রাজ কুন্দ্রার পর্নোগ্রাফি ব্যবসায় শিল্পার ভূমিকা কী? উত্তর খুঁজছে মুম্বই পুলিশ

রাজ কুন্দ্রার পর্নোগ্রাফি ব্যবসায় শিল্পার ভূমিকা কী? উত্তর খুঁজছে মুম্বই পুলিশ

মুম্বই:  পর্নোগ্রাফি তৈরির অভিযোগে ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রা৷ কিন্তু স্বামীর এই কুতীর্তিতে শিল্পার ভূমিকা কী? প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান স্বামীর সহযোগী ছিলেন শিল্পাও৷ যদিও এই বিষয়ে এখনও কোনও দৃঢ় প্রমাণ পুলিশের হাতে আসেনি৷ তাই প্রকৃত সত্য উদঘাটনে এখনই তদন্ত থেকে অব্যাহতি পাচ্ছেন না অভিনেত্রী৷ 

আরও পড়ুন- পর্নোগ্রাফি তৈরির অভিযোগে গ্রেফতার শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রা

সোমবার রাতে রাজ কুন্দ্রাকে গ্রেফতার করার পরেই দুই সন্তানকে নিয়ে মায়ের কাছে চলে গিয়েছেন শিল্পা৷ বান্দ্রার বাংলোয় বোন শমিতা শেট্টির সঙ্গেই রয়েছেন তিনি৷ বাইরের জগত থেকে নিজেকে গুটিয়ে রেখেছেন অভিনেত্রী৷ এমনকী মঙ্গলবার রিয়্যালিটি শো ‘সুপার ডান্সার ৪’-এর শ্যুটিংয়েও যাননি শিল্পা৷ অনেকেই মনে করছেন পর্নোগ্রাফি কাণ্ডে স্বামীর নাম জড়ানোর জেরেই তাঁর এই অনুপস্থিতি৷  বেশ কিছু দিন তিনি শোয়ে আসতে পারবেন না বলেও জানিয়ে দিয়েছেন। তাঁর জায়গায় আসতে চলেছেন করিশ্মা কাপুর৷  

মুম্বইয়ের যুগ্ম নগরপাল মিলিন্দ ভরাম্বে বলেন, রাজ কুন্দ্রার এই অশ্লীল ছবি চক্রে যাঁরা ফেঁসে গিয়েছেন তাঁদের সামনে এগিয়ে আসার আবেদন জানানো হয়েছে৷ তাঁদের বয়ান এই মামলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে৷  ২০১৯-এর ফেব্রুয়ারিতে ‘আর্মস প্রাইম মিডিয়া প্রাইভেট লিমিটেড’ নামে একটি সংস্থা খোলার ছ’মাসের মধ্যে ‘হটশট’ নামে একটি অ্যাপ তৈরি করেছিলেন কুন্দ্রা৷ এটা আসলে একটি পর্ন অ্যাপ৷ 

আরও পড়ুন-  সোশ্যাল মিডিয়ায় নতুন অবতরে নুসরত, কী বার্তা দিলেন হবু মা?

জানা গিয়েছে এই ব্যবসায় ৮ থেকে ১০ কোটি টাকা বিনিয়োগ করেছিলেন রাজ কুন্দ্রা। বানিয়েছিলেন ওটিটি প্ল্যাটফর্ম৷ ছবি শ্যুটিংয়ের পর তা নির্দিষ্ট অ্যাপের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হত বিদেশে। পরে তা বিদেশি ওটিটি প্ল্যাটফর্মে প্রকাশ করা হয়। ফেব্রুয়ারি মাসে প্রথম এই অশ্লীল ছবি তৈরির চক্র ফাঁস হয়৷ গোপন সূত্রে খবর পেয়ে মালাডের (ওয়েস্ট) মাধ এলাকার একটি বাংলোয় অভিযান চালায় মুম্বই পুলিশের প্রপার্টি সেল৷ ওয়েব সিরিজ এবং শর্ট ফিল্মে কাজ দেওয়ার নামে তরুণ-তরুণীদের অশ্লীল ছবির চক্রে ফাঁসানোর অভিযোগে পাঁচজনকে গ্রেফতারও করা হয়। এই মামলায় ২৩ জুলাই পর্যন্ত রাজ কুন্দ্রাকে পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত৷
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *