মুম্বই: বলিউডে ‘ইনসাইডার-আউটসাইডার’ বিতর্ক নিয়ে মুখ খুললেন প্রয়াত অভিনেতা ইরফান খানের স্ত্রী সুতাপা সিকদার। ফেসবুকে একটি দীর্ঘ পোস্টে, গত কয়েকমাসে বলিউডকে কাঁপানো এবং আলোড়িত করে তুলেছে এমন অভ্যন্তরীণ-বহিরাগত বিতর্ক সম্পর্কে তার মতামত শেয়ার করেছেন। সুতপা শিকদার স্পষ্ট করে জানিয়েছেন যে তাঁর লেখাটি কোনওভাবেই অভিনেতা সুশান্ত সিং রাজপুতের সাথে যুক্ত নয়, যিনি ১৪ জুন প্রয়াত হন।
সুতপা শিকদার এই প্রাথমিক প্রশ্নটি দিয়ে তাঁর পোস্ট শুরু করেছিলেন: “বহিরীগত কে?” এবং বলেছিলেন যে হিন্দি চলচ্চিত্র জগতের তথাকথিত ‘অভ্যন্তরীণ’ এবং ‘বহিরাগত’দের মধ্যে লাইনটি প্রায়শই ঝাপসা হয়ে যায়। “এই গোটা জায়গাটাই ধূসর। এসব বন্ধ করুন। তত্ত্বের বাইরে এটি কেবল ডিজাইন জার্নালেই কাজ করে।” বলছেন সুতপা। তাঁর পোস্টের দ্বিতীয় অংশে সুতপা লিখেছিলেন যে, ‘বহিরাগত’ শব্দটির প্রচলিত ধারণাটি বিবেচনা করে ইরফান খানও তাঁদের মধ্যে একজন হতে পারেন। কিন্তু তিনি শ্রেণিবদ্ধ না হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। সুতপা বলেন “এই ধরণের ক্রুসেডারদের কথায়, ইরফানও একজন ‘বহিরাগত’ হতে পারেন। কিন্তু তিনি তা ছিলেন না। তিনি নিজেই বেছে নিয়েছিলেন। বলিউড নামক এই জাম্বোরির তিনি সাক্ষী ছিলেন।”
সুতপা প্রকাশ করেছেন যে ইরফান শোবিজ পার্টিতে আমন্ত্রিত হননি এবং প্রথম পৃষ্ঠার ম্যাগাজিনের কভারেজও প্রথম দিকে পাননি। তবে তার জন্য তিনি লোকের নামে নিন্দা করেননি বা কাউকে খারাপ কথা হসেননি। ইরফান গসিপিং করেও সময় কাটাননি। হতাশ হননি। তিনি তার শিল্পীসত্তাকে আরও নিপুণ করেন এবং যতদিন না তা হয়েছে তিনি কভার পেজে আসেননি। সুতপা বলেছেন, “এটি একটি সাধারণ বিষয়। আপনি যদি না ভাবেন যে এই শিল্পের মালিকানা পাওয়া কিছু লোক রয়েছেন বা ততক্ষণ কেউ বলিউডের মালিক হন না। ইরফান হলিউডের অফার পাওয়ার বিষয়ে বলিউড কোনও কিচ্ছু করতে পারেনি।”
ইরফান খান ‘দ্য নেমসেক’, ‘লাইফ অফ পাই’, ‘ইনফার্নো’, ‘স্লামডগ মিলিয়নেয়ার’, ‘জুরাসিক ওয়ার্ল্ড’, ‘দ্য অ্যামেজিং স্পাইডার ম্যান’ এবং ‘দ্য ওয়ারিয়র’-এর মতো আন্তর্জাতিক প্রকল্পের অংশ ছিলেন। বলিউডে তিনি ‘দ্য লাঞ্চবক্স’, ‘মকবুল’, ‘হায়দার’, ‘পান সিং তোমর’, ‘তলোয়ার’, ‘কিসা’র মতো ছবি করেছেন। ২৯ এপ্রিল কোলন ক্যান্সারে প্রয়াত হন তিনি।