সোশ্যাল মিডিয়ায় উত্তাপ ছড়াচ্ছেন ইরা, ওয়ার্কআউটের ছবি পোস্ট আমিরকন্যার

মুম্বই: আমির খানের মেয়ে ইরা খানের সোশ্যাল মিডিয়ায় প্রচুর ফ্যান ও ফলোয়ার্স রয়েছে। তিনি প্রায়শই সোশ্যাল মিডিয়ায় তাঁর ওয়ার্কআউট ভিডিও এবং ফটো পোস্ট করেন। সম্প্রতি তেমনই একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন সুন্দরী ইরা। সেখানে মাথা নিচের দিকে দিয়ে শীর্ষাসনের একটি ছবি পোস্ট করেছেন তিনি।

মুম্বই: আমির খানের মেয়ে ইরা খানের সোশ্যাল মিডিয়ায় প্রচুর ফ্যান ও ফলোয়ার্স রয়েছে। তিনি প্রায়শই সোশ্যাল মিডিয়ায় তাঁর ওয়ার্কআউট ভিডিও এবং ফটো পোস্ট করেন। সম্প্রতি তেমনই একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন সুন্দরী ইরা। সেখানে মাথা নিচের দিকে দিয়ে শীর্ষাসনের একটি ছবি পোস্ট করেছেন তিনি।

ইরা তাঁর ফিটনেস প্রশিক্ষককে ট্যাগ করে ছবিটির শিরোনাম দিয়ে বলেছেন, “নূপুর শিখরে, যখন কেউ ছবি তুলছে তখন ফ্রেমের জন্য আমি এতক্ষণ ধরে রাখতে পারি। এটা হল। তবে ধীর পদক্ষেপে?” একটি ধূসর টি-শার্টের সাথে কালো শর্টস পরে শীর্ষাসন করতে দেখা গিয়েছে তাঁকে। ছবিটি পাহাড়ি এলাকায় কোনও এক হ্রদের পাশে পাঁচগনির সবুজ উপত্যকার মাঝে তোলা হয়েছে। কাজের ক্ষেত্রে ইরা বাবা আমির খানের মতো অভিনয়ে যাননি। তিনি পরিচালক হিসেবে ডেবিউ করেছেন। ইউরিপাইডস ‘মেডিয়া’র একটি নাট্যরূপের মাধ্যমমে পরিচালক হিসেবে তাঁর হাতেখড়ি হয়। এটি গত বছর ডিসেম্বরে প্রিমিয়ার হয়েছিল। এখা প্রধান ভূমিকায় অভিনয় করেছিলেন হ্যাজেল কিচ।

আরও পড়ুন: উর্মিলা বিতর্কে সানি লিওনকে টানলেন কঙ্গনা, পালটা দিলেন সানিও

এদিকে আমির খান এখন তাঁর প্রযোজিত ও অভিনীত নতুন ছবি ‘লাল সিং চাড্ডা’ নিয়ে ব্যস্ত। এর জন্য রেইকি করতে তুরস্ক গিয়েছিলেন তিনি। সেখানে গিয়েই বিতর্কে জড়ান আমির। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়ইপ এরদোগানের স্ত্রী এমাইল এরদোগানের সঙ্গে দেখা করেন তিনি। দুজনের নাকি অনেক কথাবার্তা আর আলাপ আলোচনাও হয়েছে অনেক ইস্যু নিয়ে। আমির খানের সঙ্গে একাধিক ছবি পোস্ট করেন এমিনে। লেখেন, “ইস্তানবুলে বিশ্ববিখ্যাত ভারতীয় অভিনেতা, পরিচালক এবং চলচ্চিত্র নির্মাতা আমির খানের সঙ্গে সাক্ষাতে আমি আনন্দিত। আমি জেনে খুব খুশি হয়েছি যে তুরস্কের বিভিন্ন জায়গায় তাঁর ছবি ‘লাল সিং চাড্ডা’র শুটিং করবেন বলে ঠিক করেছেন আমির। সেদিকেই এখন তাকিয়ে আছি আমি।” কিন্তু এই সৌহার্দ্য বিনিময়কেও ভাল চোখে দেখেননি অনেকে। তুরস্কের সঙ্গে ভারতের সম্পর্ক কথা তোলেন তাঁরা। বলেন নয়াদিল্লিতে CAA নিয়ে প্রতিবাদে সময় তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান সরাসরি সর্বসমক্ষে ভারতের সমালোচনা করেছিলেন। সেটা ছিল ফেব্রুয়ারি মাস। আর এই কয়েক মাসের মধ্যেই কি সেই সব ভুলে গিয়েছেন আমির? এমনকী যখন কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়া হল, তখনও তার সমালোচনা করেছিল তুরস্ক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *