স্কুলের মধ্যেই নীল শাড়িতে উদ্দাম নাচ ছাত্রী! দেখুন ভিডিও

স্কুল শেষ৷ চলছে ফেয়ারওয়েলের অনুষ্ঠান৷ পড়ুয়া থেকে শিক্ষক সকলেই উপস্থিত৷ কিন্তু, তাতে কী? স্কুল জীবনের শেষ দিনে ‘বান থান চালি বোলে’র গানে নাচে মাতিয়ে দিলেন দ্বাদশের এক তরুণী৷ আর তাঁর নাচের তালে শুধুই স্কুল নয়, পা নাচাল নেটদুনিয়া৷ আকাশী শাড়িতে মথুরা স্কুলের ওই ছাত্রীর নাচের আবেদনে মুগ্ধ সোশ্যাল দুনিয়া৷ এর আগেও ডান্সিং আঙ্কল, ট্রেডমিল ডান্স

স্কুলের মধ্যেই নীল শাড়িতে উদ্দাম নাচ ছাত্রী! দেখুন ভিডিও

স্কুল শেষ৷ চলছে ফেয়ারওয়েলের অনুষ্ঠান৷ পড়ুয়া থেকে শিক্ষক সকলেই উপস্থিত৷ কিন্তু, তাতে কী? স্কুল জীবনের শেষ দিনে ‘বান থান চালি বোলে’র গানে নাচে মাতিয়ে দিলেন দ্বাদশের এক তরুণী৷ আর তাঁর নাচের তালে শুধুই স্কুল নয়, পা নাচাল নেটদুনিয়া৷ আকাশী শাড়িতে মথুরা স্কুলের ওই ছাত্রীর নাচের আবেদনে মুগ্ধ সোশ্যাল দুনিয়া৷

এর আগেও ডান্সিং আঙ্কল, ট্রেডমিল ডান্স ভাইরাল হয়েছি৷ আসলে যে কোনও নাচের ভিডিও সোশ্যাল মিডিয়ায় এখন হটকেট৷ ট্রেন্ডিংও বটে৷ আর তাই এই দ্বাদশীর ভিডিও ভাইরাল হতেও বেশি সময় লাগেনি৷

স্কুলের এক কর্মীই ফেব্রুয়ারিতে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন৷ ভিউয়ার্স এখনও পর্যন্ত ৫ লক্ষ ছাড়িয়ে গিয়েছে৷ এ মেয়ে অনায়াসে টেক্কা দিতে পারেন যে কোনও প্রফেশনাল ডান্সারকে৷ বলছে সোশ্যাল মিডিয়া৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen + two =