মুম্বই: মা হওয়ার পর পাল্টে যায় জীবনে সব হিসেব-নিকেশ। শরীরের পরিবর্তন, মনের পরিবর্তন সব মিলিয়ে মায়ের সুস্থ থাকাটা কিন্তু ভীষণ জরুরি।
আর মাতৃত্বের সেই অর্থ বোঝাতে কান চলচ্চিত্র উৎসবের মতো মঞ্চকে বেছে নিলেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার দীপা বুলার খোসলা। কানের রেড কার্পেটে নজর কাড়ল দীপার পোশাক! পোশাকের উপরে ব্রেস্ট পাম্প লাগিয়ে রেড কার্পেটে হাঁটলেন দীপা। কালো-হলুদ রঙ্গা স্ট্র্যাপলেস নেটের গাউনের উপরে ব্রেস্ট পাম্প লাগিয়ে দীপার উপস্থিতি তাঁর বার্তার মতই যেন জ্বলে উঠল কানের রেড কার্পেটে।
মাত্র আড়াই মাস হল মা হয়েছেন দীপা। তাই মাতৃত্বকে তুলে ধরতেই কানের লাল গালিচায় হাঁটলেন এই নতুন মা। কিন্তু, কেন এই ভাবনা? দীপা বুলার খোসলা জানান, একজন মা হিসাবে দীপার কাছে তাঁর সন্তানের স্বাস্থ্যের বিষয়টি প্রথম থেকেই ভীষণ গুরুত্বপূর্ণ। আর নবজাতকের পুষ্টি ও বিকাশের জন্য মাতৃদুগ্ধের বিকল্প নেই। কিন্তু, অন্যান্য কর্মদ্যোগী মায়েদের মতো তাকেও কাজের সূত্রে বাইরে যেতে হয়েছিল।কিন্তু, যাওয়ার আগে ব্রেস্ট পাম্প ব্যবহার করে সন্তানের জন্য সমস্ত ব্যবস্থা করে রেখেছিলেন তিনি।
একজন নতুন মাকে তাঁর দায়িত্ব নিয়ে পরিবার, আত্মীয়, পরিচিতরা সবসময় নানা কাটাছেঁড়া করে থাকেন। তাঁদের উদ্দেশ্যে দীপা বলেন, ”মাতৃত্বের কোনও পাঠ্যপুস্তক হয় না। শিখতে শিখতেই অভিজ্ঞতা হয়। একজন নতুন মা নিজেই আত্মসমীক্ষা করে। মা তার সন্তানকে স্তন্যপান করাবে কিনা, সেটা একান্তই মায়ের বিষয়। তাই দর্শকের আসনে থেকে একজন নতুন মায়ের দায়িতবের বিশ্লেষণ না করার আর্জি জানিয়েছেন দীপা।