বিপত্তি এড়াতে আগেভাগে চ্যানেল বাছাইয়ের আর্জি ট্রাইয়ের

কলকাতা: আগামী ১ ফেব্রুয়ারি থেকে টিভি দেখার নতুন নিয়ম চালু হতে চলেছে৷ টেলিকম রেগুলেটরি অথরিটি অব ইন্ডিয়া বা ট্রাই আগেই জানিয়েছিল, ১ ফেব্রুয়ারির সময়সীমা মেনে চলতে তারা বদ্ধপরিকর৷ মঙ্গলবার আবারও তারা জনিয়েছে, তারিখ বা সময় পিছনোর মতো কোনও সিদ্ধান্ত নেওয়ার প্রশ্নই নেই৷ কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, গ্রাহক বা দর্শকের একাংশ যেমন বিষয়টি নিয়ে এখনও অন্ধকারে,

বিপত্তি এড়াতে আগেভাগে চ্যানেল বাছাইয়ের আর্জি ট্রাইয়ের

কলকাতা: আগামী ১ ফেব্রুয়ারি থেকে টিভি দেখার নতুন নিয়ম চালু হতে চলেছে৷ টেলিকম রেগুলেটরি অথরিটি অব ইন্ডিয়া বা ট্রাই আগেই জানিয়েছিল, ১ ফেব্রুয়ারির সময়সীমা মেনে চলতে তারা বদ্ধপরিকর৷ মঙ্গলবার আবারও তারা জনিয়েছে, তারিখ বা সময় পিছনোর মতো কোনও সিদ্ধান্ত নেওয়ার প্রশ্নই নেই৷

কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, গ্রাহক বা দর্শকের একাংশ যেমন বিষয়টি নিয়ে এখনও অন্ধকারে, তেমনই বহু অপারেটর সংস্থাও নয়া নিয়ম নিয়ে কোমর বাঁধার কোনও গরজ দেখাচ্ছে না৷ সব মিলিয়ে একটা বিভ্রান্তি রয়েই গিয়েছে সর্বত্র৷ এই যেখানে পরিস্থিতি, সেখানে কী হবে ১ ফেব্রুয়ারি বা তার পর থেকে? এই বিষয়ে এক-একটি সংস্থা নিজেদের মতো করে সিদ্ধান্ত নিলেও, সব সমস্যা যে রাতারাতি মিটে যাবে, এমন কথা হলফ করে বলতে পারছে না কেউই৷

একাধিক কেবল সংস্থার আওতায় থাকা কেবল অপারেটরা এখনও যেমন বিষয়টি নিয়ে গাছাড়া ভাব দেখাচ্ছেন, তেমন দর্শকরাও গড়িমসি করায় আগামী দিনের জন্য অশনি সঙ্কেত দেখছে সংশ্লিষ্ট মহল৷ তাদের বক্তব্য, এরপর হুড়োহুড়ি করে ৩১ জানুয়ারি রাতে দর্শকের চ্যানেল পছন্দের বিষয়গুলি সিস্টেমে আপলোড করতে গেলে বিপত্তি হতে পারে৷ যান্ত্রিক গোলযোগ হওয়াও অস্বাভাবিক নয়৷ সেক্ষেত্রে টিভি দেখায় কোনও সমস্যা হলে দর্শক ক্ষুব্ধ হবেন৷ তাতে অশান্তি বাড়তে বাধ্য৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 − three =